• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ইরানি অভিনেত্রীর অভিযোগ

ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

ইরানি অভিনেত্রীর অভিযোগ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

বলিউডের পরিচালক বিপুল অমৃতলাল শাহের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন ইরানি অভিনেত্রী ইলনাজ নরৌজি। ‘মিড-ডে’ পত্রিকার কলামে এই অভিনেত্রী লিখেছেন, চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল তার সঙ্গে যৌন সম্পর্ক তৈরির চেষ্টা করেছেন।

ইলনাজ নরৌজি জানান, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে কাজের জন্য অডিশনে অংশ নিতে বারবার ডাকা হয় তাকে। এ সময় বিপুল অমৃতলাল শাহ নিজের অফিসে কখনো তাকে জড়িয়ে ধরেন, আবার কখনো ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেছেন। তার শরীরের কিছু স্থান ছোঁয়ার চেষ্টা করেছেন। স্ক্রিপ্ট শোনানোর জন্য প্রায়ই পাতিয়ালার একটি হোটেলে বিপুল অমৃতলাল শাহ তার রুমে ডেকে পাঠান ইলনাজ নরৌজিকে। রুমে যাওয়ার পর আমাকে পেছন থেকে ধরে তার দিকে টেনে নেওয়ার চেষ্টা করেন বিপুল। কিন্তু আমি তার রুম থেকে দ্রুত বেরিয়ে যাই।

‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে অভিনয় করেছেন অর্জুন কাপুর, পরিণীতি চোপড়া, আদিত্য শিল, ডিয়ানা ডেজানোভিক, অনিল মাঙ্গে প্রমুখ। কথা ছিল বসনিয়ান-সার্ব মডেল ও নায়িকা ডিয়ানা ডেজানোভিক যে চরিত্রটিতে অভিনয় করেছেন, তাতে অভিনয় করবেন ইলনাজ নরৌজি। কিন্তু ইলনাজ নরৌজি লিখেছেন, ‘প্রথমবার দেখা হওয়ার পর থেকে বিপুল অমৃতলাল শাহ আমার সঙ্গে এমনভাবে কথা বলছেন, ভেবেছিলাম ছবিটিতে আমিই অভিনয় করছি। বিপুল তার অফিসে নমস্তে ইংল্যান্ড ছবির নায়ক-নায়িকা অর্জুন কাপুর ও পরিণীতি চোপড়ার সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দেন।’

এদিকে একদিন অডিশনের জন্য ইলনাজ নরৌজিকে ভারসোবা সমুদ্রসৈকতে ডাকা হয়। সেখানে ছবির কাস্টিং ডিরেক্টরের সঙ্গে তিনি কথা বলেন। ইলনাজ নরৌজি লিখেছেন, ‘কাস্টিং ডিরেক্টরের কাছে গিয়ে বুঝতে পারি, তিনি জানেন না আমাকে কেন ডাকা হয়েছে।’ তিনি দাবি করেন, ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে তাকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার কথা বলেছিলেন বিপুল অমৃতলাল শাহ। কিন্তু ইলনাজ নরৌজির সঙ্গে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠানের কোনো চুক্তি হয়নি। তিনি লিখেছেন, ‘বারবার চুক্তির কথা বলেছি, কিন্তু তা এড়িয়ে যান পরিচালক।’

মিড-ডে’ জানিয়েছে, ইলনাজ নরৌজির এসব অভিযোগের ব্যাপারে বিপুল অমৃতলাল শাহের সঙ্গে নানাভাবে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। কিন্তু তার কাছ থেকে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘নমস্তে লন্ডন’ ছবির সিক্যুয়াল ‘নমস্তে ইংল্যান্ড’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads