• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে

শোকাহত কলকাতার ভক্তরাও

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

বাংলা সঙ্গীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। দেশের সীমানা পেরিয়ে নিজের জনপ্রিয়তা তৈরি করেছেন ওপার বাংলায়ও। ওপার বাংলার অসংখ্য মানুষ তার রক গানের ভক্ত। গুণী এ শিল্পীর মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন কলকাতার শিল্পী ও ভক্তরা। পশ্চিমবঙ্গের প্রভাবশালী গণমাধ্যমেও খবরের শিরোনাম হয়েছেন আইয়ুব বাচ্চু।

কলকাতার জনপ্রিয় শিল্পী রূপম ইসলাম। একাধিকবার সাক্ষাৎ পেয়েছিলেন আইয়ুব বাচ্চুর। স্মৃতিচারণ করতে গিয়ে ফসিলস ব্যান্ডের এ ভোকাল বলেন, বাংলা রক নিয়ে আমার যে প্যাশন রয়েছে, সেটাকে দুইজন মানুষ সমর্থন করেছিলেন। একজন হলেন মাকসুদুল হক, আরেকজন আইয়ুব বাচ্চু। বাচ্চু ভাই প্রায়ই কলকাতায় আসতেন। যতবার তিনি এসেছেন, ততবারই দেখা করতে গিয়েছি। ততবারই তিনি আপন করে নিয়ে আড্ডা মেরেছেন। আমি তখনো প্রতিষ্ঠিত হওয়ার জন্য লড়াই করছি। তবু বাচ্চু ভাই একসঙ্গে খাবার ভাগ করে নিতেন, আমাকে উৎসাহ দিতেন। তিনি বার বার আমাকে বলতেন, ‘কলকাতায় বাংলা রক নেই। তোরা যে পথে এগোচ্ছিস, সেটাই ঠিক পথ। তোদের পথেই কলকাতায় বাংলা রক আসবে। তুই-ই কলকাতায় বাংলা রক আনবি।’

শুধু রূপম ইসলামই নয়। ফকিরা ব্যান্ডের তিমির, অনুপম রায় থেকে শুরু করে ব্যান্ডেজ ব্যান্ডের মীর পর্যন্ত সবারই আলাদা একটা শ্রদ্ধাবোধ ছিল আইয়ুব বাচ্চুর প্রতি। সেই শ্রদ্ধাবোধ থেকেই মীর আজো তার সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল পিকচারে দিয়ে রেখেছেন আইয়ুব বাচ্চুর সঙ্গে তার ছবি। তার ক্যাপশনে মীর লিখেছেন- ‘লন্ডন; এপ্রিল ২০১০। রেস্ট ইন পিছ বাচ্চু ভাই।’

শুধু শিল্পীরাই নয়। আইয়ুব বাচ্চুর শোকে এখনো শোকাহত তার ভক্তরা। খোঁজ নিয়ে এমনটাই জানা গেছে। সূত্র জানায়, দশমীতে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার ‘সেই তুমি’ গানটি বাজিয়েছেন। কলকাতা শহরের পাশাপাশি প্রান্তিক অঞ্চলেও আইয়ুব বাচ্চুকে স্মরণ করেছেন তার ভক্তরা।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads