• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

দর্শক টানছে দেবী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৮

শুক্রবার সারা দেশের ২৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘দেবী’ ছবিটি। মুক্তির প্রথম দিনে ঢাকার সব প্রেক্ষাগৃহ ছিল হাউজফুল। শুক্রবার সকালে বলাকা সিনেমা হল, দুপুরে শ্যামলী এবং স্টার সিনেপ্লেক্স ঘুরে এমনটাই দেখা গেছে। শনিবার ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরেও এমনটাই দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকার বাইরের বিভিন্ন হলগুলোতেও দর্শক টানছে দেবী। হুমায়ূনভক্তদের পাশাপাশি বিভিন্ন বয়সের দর্শক হলে আসছে ছবিটি দেখার জন্য।

গতকাল দুপুরে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বাংলাদেশের খবরকে জানান, শুক্রবার ও শনিবার দর্শকের চাপ ছিল। অনেকে টিকেট না পেয়ে ফিরে গেছেন। রোববারের টিকেটও প্রায় বিক্রি হয়ে গেছে।

শনিবার স্টার সিনেপ্লেক্সে ‘দেবী’ ছবিটি দেখে বিশ্ববিদ্যালয় পড়ুয়া রিয়াজ আহমেদ রূপক বলেন, ‘অসাধারণ অভিনয় দেখেছি চঞ্চল, জয়া আর ইরেশ যাকেরের। মনে হচ্ছে আমি একটা ঘোরের মধ্যে আছি।’ হুমায়ূনভক্ত ইমতিয়াজ ছবিটি দেখেছেন মধুমিতা হলে। কথা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি উপন্যাসটি পড়েছি। আমার কাছে মনে হয়েছে গল্পের সময় পরিবর্তন হওয়ার কারণে একটু পরিবর্তন এসেছে। তাছাড়া বাকি সব ঠিকঠাক আছে। চঞ্চল চৌধুরীর মধ্যে সত্যি সত্যি মিসির আলিকে খুঁজে পেয়েছি। রানু চরিত্রে জয়া আহসানকে বয়সের দিক থেকে একটু খটকা লেগেছিল কিন্তু অভিনয়ে সেটি উতরে গেছেন। শবনম ফারিয়া এবং ইরেশ যাকের নিজেদের সেরা অভিনয়টাই করেছেন। আনিস চরিত্রে অনিমেষ আইচ ঠিকঠাক ছিলেন। সব মিলিয়ে ছবিটি আমার কাছে ফাইভ স্টারই হয়েছে।’

শুক্রবার বলাকায় প্রথম শো দেখেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সজীব। এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ছবিটিতে মিসির আলির সিচুয়েশনাল কমেডি দর্শককে প্রচুর হাসিয়েছে। আবার ভৌতিক দৃশ্যগুলোতে দর্শকের মনে ব্যাপক প্রভাব ফেলেছে। সেটা বোঝা গেছে দর্শকের হঠাৎ চুপ হয়ে যাওয়া দেখে। আমার মনে হয় এরকম ছবি আমাদের আরো বেশি দরকার। তাহলে দর্শক হলমুখী হবে।’

গতকাল সন্ধ্যায় মধুমিতা হলে দর্শকের ভিড় লক্ষ করা গেছে। শো শেষে তাসনুভা নামের এক তরুণী ছবিটি অনেক ভালো লেগেছে জানিয়ে বলেন, ‘অন্যরকম একটি ছবি দেখলাম। উপন্যাসে যেমন পড়েছি পর্দায় ঠিক তেমনটাই দেখেছি। এজন্য পরিচালক অনম বিশ্বাসকে অনেক অনেক ধন্যবাদ। ছবির প্রতিটি পরতে পরতে উত্তেজনা ছিল। কোথাও ঝুলে যায়নি ব্যাপারটা। উত্তেজনা থাকতে থাকতেই ছবিটি শেষ হয়েছে। আমি চাই এ ধারার ছবি আরো নির্মাণ হোক।’

২০১৬ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিতে অর্থ লগ্নি করেছে জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান সি তে সিনেমা। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। ‘দেবী’ ছবিতে জয়া আহসান অভিনয় করেছেন রানু চরিত্রে, চঞ্চল চৌধুরীকে দেখা গেছে মিসির আলি চরিত্রে, শবনম ফারিয়া অভিনয় করেছেন নীলু চরিত্রে। রানুর স্বামী চরিত্রে অভিনয় করেছেন অনিমেষ আইচ এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads