• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
মৌসুমী হামিদের ভেলকি

অভিনেত্রী মৌসুমী হামিদ

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মৌসুমী হামিদের ভেলকি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ অক্টোবর ২০১৮

‘ভেলকি’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন শরিফুল ইসলাম শামীম। নাটকে আবদুন নূর সজলকে দেখা যাবে রমি পাগলের চরিত্রে। এছাড়া অভিনয় করেছেন মাজনুন মিজান, জীবন, শিলা, আশিক, শাহিন প্রমুখ। আজ রাত ৯টায় মাছরাঙ্গা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

‘ভেলকি’ নাটকের কাহিনীতে দেখা যাবে পাগল বেশে ঘুরে বেড়ায় রমি। মালি নামের একটি মেয়ে দিনের বেলা পান বিক্রি করে আর রাতে পতিতাবৃত্তি করে বেড়ায়। মাঝে মাঝে জরুরি কাজে কোথায় যেন হারিয়ে যায়। আবার ফিরেও আসে। ওই এলাকার মতিন নামে এক ছেলে মালির জন্য প্রেমে পাগল। ছোটখাটো গুণ্ডামি করাই মতিনের কাজ। রমি এসব সহ্য করতে পারে না। পাগল হলেও মালির জন্য প্রেম জন্মে তার।

ঘটনাক্রমে একদিন উদঘাটন হয় রহস্যের। পান বিক্রেতা এবং পতিতাবৃত্তি ছাড়াও আরো একটি পরিচয় পাওয়া যায় মালির। জানা যায়, মধ্যরাতে মানুষ খুন করে সে। টাকার বিনিময়ে যেকাউকে খুন করতে পারে মালি। মালির এ পরিচয় জানার পর গল্প মোড় নিতে থাকে অন্যদিকে। শেষ পর্যন্ত কাহিনী কোথায় যায় তা জানতে হলে দেখতে হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads