• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
বাচ্চুকে অন্যরকম শ্রদ্ধা

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর অ্যালবামগুলো নিয়ে একটা প্রদর্শনী করা হয়

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বাচ্চুকে অন্যরকম শ্রদ্ধা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

সদ্য প্রয়াত কিংবদন্তি রকস্টার আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানাতে অন্যরকম এক আয়োজন করা হয় গত শুক্রবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ছবির হাটে একঝাঁক গিটারিস্টের উপস্থিতিতে বাচ্চুকে স্মরণ করা হয়। ‘গিটার অঞ্জলি’ নামের এ অনুষ্ঠান বাচ্চুর প্রতিকৃতির সামনে গিটার নিবেদনের মাধ্যমে শুরু হয়। আইয়ুব বাচ্চুর নামে সোহরাওয়ার্দী উদ্যানে একটি রাধাচূড়ার চারাও রোপণ করা হয়। ‘সঙ্গীতপ্রেমী’ আমরা সংগঠনের ব্যানারে অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইয়ুব বাচ্চুর অ্যালবামগুলো নিয়ে একটা প্রদর্শনী করা হয়। শ্রোতাদের মতামত প্রকাশের জন্য খোলা দেয়াল রাখা হয়। তাতে ভক্তদের অনেকেই মন্তব্য লিপিবদ্ধ করেন।

সন্ধ্যায় ‘গিটার অঞ্জলি’ অনুষ্ঠানে মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা নিবেদন করেন গিটারিস্টরা। পরে সেই তুমি, হাসতে দেখো, বাংলাদেশসহ আইয়ুব বাচ্চুর বিভিন্ন গান গেয়ে শোনান শিল্পী রফিক সাদী, লিমন, নিপুণ, রানা, নিক্তিসহ আগত গিটারিস্টরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads