• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
মাতালে উচ্ছ্বসিত দর্শক

চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা অধরা খান

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মাতালে উচ্ছ্বসিত দর্শক

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

দেশীয় চলচ্চিত্রের সফল নির্মাতা শাহীন সুমন পরিচালিত ‘মাতাল’ ছবিটি মুক্তি পেয়েছে শুক্রবার। সারা দেশের ৭৫টি হলে মুক্তি পেয়েছে ছবিটি। শুক্রবার অভিসার, চিত্রামহল, এশিয়া, নিউ গুলশান হল ঘুরে দর্শকের ভিড় লক্ষ করা গেছে। দর্শকের ভিড়ের মধ্যেই ছবির নায়ক সাইমন সাদিক, নায়িকা অধরা খান, পরিচালক শাহীন, অভিনেতা জয়রাজ, প্রযোজক শরীফ চৌধুরীসহ কলাকুশলীরা হাজির হন হলগুলোতে। তাদের পেয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন আগত দর্শকরা।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিচালক শাহীন বলেন, আমি সব সময় দর্শকের পছন্দের কথা বিবেচনা করেই ছবি নির্মাণ করি। আমার বিশ্বাস এই ছবিটি ব্যবসাসফল হবে। সম্পূর্ণ বিনোদনের ছবি ‘মাতাল’। দর্শকরা ছবির গল্প ও শিল্পীদের অভিনয়ে মুগ্ধ হবেন।

সন্ধ্যায় রাজধানীর অভিসার সিনেমা হলে কথা হয় চিত্রনায়ক সাইমন সাদিকের সঙ্গে। তিনি বলেন, ‘গুণী পরিচালক শাহীন সুমন মানেই হিট সুপার হিট ছবি। অনেক দিনের ইচ্ছা ছিল তার ছবিতে অভিনয় করার। অবশেষে কাজটি হলো, সিনেমা হলেও প্রদর্শিত হচ্ছে। পরিচালকের অন্যান্য ছবির মতো এই ছবিটিও ব্যবসাসফল হবে আশা করছি।’

পরিবারসহ ছবিটি দেখতে আসা সায়মা ঋতু বলেন, ‘সাইমন ভাইয়ের অনেক ছবি আমি দেখেছি। এ ছবিতে উনাকে দারুণ লেগেছে। নবাগত অধরা খানও দারুণ অভিনয় করেছেন। সবচেয়ে ভালো লেগেছে নোয়াখালীর আঞ্চলিক ভাষায় সংলাপ দেওয়া ভিলেনের অভিনয়।’

কথা প্রসঙ্গে অধরা খান জানান, যে হলগুলোতে গিয়েছেন প্রতিটি শো হাউজফুল ছিল। দর্শকদের ভালো রেসপন্স পাচ্ছেন অধরা। দর্শকদের হলে গিয়ে ছবিটি দেখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সবাই হলে গিয়ে ছবিটি দেখুন। বিনোদন নিয়েই ঘরে ফিরবেন। আমার বিশ্বাস ছবিটি দেখে কেউ নিরাশ হবেন না।’

‘মাতাল’ ছবিতে খলনায়ক চরিত্রে অভিনয় করেছেন মঞ্চ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জয়রাজ। তিনি বলেন, ‘বাণিজ্যিক ধারার ছবিতে প্রথমবার অভিনয় করলাম। এতটা সাড়া পাব ভাবতে পারিনি। দর্শকের এই রেসপন্স ভুলবার নয়। মাতাল ছবিতে আমি ভিলেন হিসেবে অভিনয় করেছি। এখানে আমাকে নোয়াখালীর ভাষায় কথা বলতে হয়েছে। চমৎকার সব ডায়লগ ছিল। চেষ্টা করেছি নিজের সেরাটা দিয়ে অভিনয় করার।’

বিভিন্ন হলে দেখা গেছে, সম্পূর্ণ বিনোদনধর্মী এ ছবিটি দেখে দর্শক হাততালি, সিটি এবং স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সনি মুভিজ ইন্টারন্যাশনাল প্রযোজিত এ ছবিতে আরো অভিনয় করেছেন মিশা সওদার, শিপন মিত্র, অরিন, শরীফ চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads