• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
এবিকে ছাড়া এলআরবির প্রথম কনসার্ট

ব্যান্ডদল এলআরবি

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

এবিকে ছাড়া এলআরবির প্রথম কনসার্ট

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৮

হৃদরোগে আক্রান্ত হয়ে ১৮ অক্টোবর সকালে মৃত্যুবরণ করেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চু। মৃত্যুর আগে ১৬ অক্টোবর রংপুরে শেষ কনসার্ট করেন তিনি। এবার আইয়ুব বাচ্চুকে ছাড়া প্রথম কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ডদল ‘এলআরবি’। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আজ সঙ্গীত পরিবেশন করবেন তারা।

জানা গেছে, আয়োজকদের অনুরোধেই পূর্বনির্ধারিত এ অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন ব্যান্ডের সদস্যরা। এ দিনের পুরো আয়োজনটি উৎসর্গ করা হচ্ছে আইয়ুব বাচ্চুকে। ‘এলআরবি’ ব্যান্ডের ম্যানেজার ও সাউন্ড ইঞ্জিনিয়ার শামীম আহমেদ বলেন, ‘শেকড়ের সন্ধানে’ নামের ৭টি কনসার্টে পারফর্ম করার কথা ছিল আমাদের। কিন্তু সেটা তো আর হলো না। একটা ঝড় এসে চোখের পলকে বসকে (আইয়ুব বাচ্চু) নিয়ে গেছে। আয়োজকদের উদ্যোগে এ শোটি বসকে উৎসর্গ করে আমরা করছি।

আজকের আয়োজনে এলআরবির ‘সেই তুমি’ ও ‘উড়াল দেব আকাশে’ গান দুটি পরিবেশন করা হবে। এলআরবি ব্যান্ডের সঙ্গে দুটি গানে অংশ নেবেন কৌশিক হোসেন তাপস ও তার দল। কনসার্টে অংশ নেবেন এলআরবির চার সদস্য। বেজ গিটারে স্বপন, সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে শামীম, গিটারে মাসুদ, ড্রামসে রোমেল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads