• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

ডন আসছে মাছরাঙায়

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ নভেম্বর ২০১৮

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ডন’। মুহাম্মদ মামুন-অর-রশীদ ও মানস পালের রচনায় এটি পরিচালনা করেছেন আহমেদ রোহান রুবেল ও হানিফ খান। উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুণ, আলীরাজ, তারিক স্বপন, অবিদ রেহান, আইরিন তানি, হীরা, হাসান ফেরদৌস জুয়েল, সুজাত শিমুল, তেরেসা চৈতিসহ আরো অনেকে। প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটকটি।

ঘটনাস্থল নেপাল। এখানেই ডন তার সাম্রাজ্য গড়ে তুলেছে। নেপালের অন্ধকার জগতে যাদের বিচরণ তারা ডনের ক্যারিশমায় মশগুল। ডনের নির্দেশেই চলে সেখানকার সব কিছু। শুধু নেপাল নয় মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মধ্যপ্রাচ্য, ভারতেও ডনের প্রভাব বিদ্যমান। ডনের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের প্রতি ডন কতটা নির্দয় কঠোর হতে পারে, না দেখলে বোঝা যাবে না। শহরজুড়ে ডন এক রহস্যের নাম, ভীতি আর আতঙ্কের নাম। সর্বত্র আলোচনা ডনকে নিয়ে। ওপর মহলের ঘুম নেই। ডনকে খুঁজে বের করতে পুলিশের নাভিশ্বাস। টেলিভিশনে ব্রেকিং নিউজে যায়। পত্রিকায় বড় বড় অক্ষরে লিড রিপোর্ট হয়। কে এই ডন? দেখার জন্য চোখ রাখুন মাছরাঙা টেলিভিশনে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads