• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
পর্দা উঠল লোকসঙ্গীত উৎসবের

বৈচিত্র্য সুরের জাদুতে মোহিত লোকসঙ্গীত উৎসব

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

পর্দা উঠল লোকসঙ্গীত উৎসবের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ নভেম্বর ২০১৮

আবদুল হাই দেওয়ানের সুরে পর্দা উঠল ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে তিন দিনের এ উৎসবের সূচনা হয়। প্রথম দিনে বাংলাদেশের শিল্পী আবদুল হাই দেওয়ান ও ভাবনা নৃত্যদল ছাড়াও গান করেন ভারতের ওয়াড়ালি ব্রাদার্স, সাত্যকি ব্যানার্জি ও পোল্যান্ডের দিকান্দা।

সান ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হওয়া তিন দিনের এ উৎসবে ৭টি দেশের ১৭৪ শিল্পী গান গাইবেন। শুরুর দিনে গতকাল গেট খোলার নির্দিষ্ট সময়ের আগেই আর্মি স্টেডিয়ামের বাইরের প্রবেশ পথে দীর্ঘ লাইন পড়ে যায়। এরপর নির্দিষ্ট সময়ে অনুষ্ঠানের শুরুতে মঞ্চে ওঠেন আবদুল হাই দেওয়ান। ‘মাগো মা ঝিও ঝি’ গান দিয়ে শুরু করেন। প্রায় ৫০ মিনিট গান গেয়ে সর্বশেষ ‘তুমি চিঠি দেও না পত্র দেও না’ গান দিয়ে মঞ্চ থেকে বিদায় নেন।

বাংলাদেশের শিল্পী আবদুল হাই দেওয়ান। কৃষক পরিবারে জন্ম নেওয়া এই শিল্পীর শৈশব শুরু হয় আড়বাঁশি বাজানোর মাধ্যমে। গানের প্রতি তার অনুরাগ আর গাওয়ার নেশা এক দিন তাকে পরিণত করে ‘মাতাল বাউল’ রাজ্জাক দেওয়ানের শিষ্যে। গুরুর কাছ থেকে পান ‘হাফ মাতাল’ উপাধি। তারপর থেকেই অবিরাম পরিবেশন করে যাচ্ছেন বাউল গান।

আবদুল হাই দেওয়ানের পরিবেশনার পর মঞ্চে আসে পোল্যান্ডের ব্যান্ড দিকান্দা। এরপর আসেন ভারতের সাত্যকি ব্যানার্জি। সবশেষে গান গেয়ে শোনান ভারতের ওয়াড়ালি ব্রাদার্স। ওয়াড়ালি ব্রাদার্স ভারতের সুফি সঙ্গীতে বেশ পরিচিত নাম। পদ্মশ্রী ওস্তাদ পূরণচন্দ্র ও পেয়ারেলাল ওয়াড়ালিই ‘ওয়াড়ালি ব্রাদার্স’ নামে পরিচিত। গুরুবাণী, কাফি, গজল ও ভজনের পাশাপাশি ওয়াড়ালি ব্রাদার্সের পছন্দ সুফি গান।

পোল্যান্ডের ব্যান্ড দিকান্দা। ইউরোপীয় বলকান ও জিপসি প্রভাব রয়েছে তাদের গানে। আছে ইউরোপীয় ঐতিহ্যের লোকজ সুরের সঙ্গে প্রাচ্যের মিলন। জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, রাশিয়া, ভারত ও আমেরিকায় নানা উৎসবে অংশ নিয়েছে এ ব্যান্ড দল।

ভারতীয় শিল্পী সাত্যকি ব্যানার্জির দখল উচ্চাঙ্গসঙ্গীত ও লোকসঙ্গীত দুই ক্ষেত্রেই। দোতারাও খুব ভালো বাজান তিনি। উচ্চাঙ্গ ও লোকজ— এই দুই ঘরানার মিশেলে তার গানে তৈরি হয় ভিন্ন এক মাদকতা।

সামিনা হোসেন প্রেমা ও তার নৃত্যদল ভাবনা নৃত্য পরিবেশন করে লোকসঙ্গীত উৎসবে। মূলত ক্ল্যাসিক্যাল, শাস্ত্রীয় ও লোকনৃত্যর জন্য জনপ্রিয় এই নাচের দল।

উৎসবের দ্বিতীয় আজ গান গাইবেন বাংলাদেশের মমতাজ বেগম, স্বরব্যাঞ্জো, যুক্তরাষ্ট্রের লস টেক্সম্যানিয়াকস, বাহরাইনের মাজাজ ও ভারতের দ্য রঘু দীক্ষিত প্রজেক্ট। অনুষ্ঠানটি মাছরাঙা টিভি সরাসরি সম্প্রচার করে।

 

আগামীকাল শেষ হবে

আগামীকাল শনিবার পর্দা নামবে মন মাতানো এই লোকসঙ্গীত উৎসবের।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads