• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

৭ ডিসেম্বর আসছে ‘আই অ্যাম রাজ’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

‘আই অ্যাম রাজ’ ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছর নভেম্বরে। কিন্তু প্রেক্ষাগৃহ জটিলতার কারণে ছবিটির মুক্তি পিছিয়ে যায়। সব জটিলতা কাটিয়ে ৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে অ্যাকশন ঘরানার এ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন এম আজাদ। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ ইব্রাহিম। বিপরীতে রয়েছেন নবাগত নায়িকা সাবরিনা মামিয়া।  

এ ছবির মাধ্যমেই দীর্ঘদিন পর দেশি চলচ্চিত্রে অ্যাকশন ঘরানার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছেন নবাগত রাজ। চলচ্চিত্রে অ্যাকশন হিরো হিসেবে প্রতিষ্ঠা পেতে দীর্ঘদিন ধরেই নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। এরই মধ্যে ভারতের কলকাতার স্মরণিকা একাডেমি থেকে টানা ৮ মাস ফাইট এবং নাচের প্রশিক্ষণ নিয়ে এসেছেন তিনি।

এ প্রসঙ্গে রাজ বলেন, দেশ ও দেশের বাইরে অ্যাকশন ধারার বাংলা ছবিকে প্রতিষ্ঠা করার জন্যই আমার চলচ্চিত্রে আসা। আমার বিশ্বাস, ছবিটি দেখে দর্শকরা অনেক দিন পর বাংলা সিনেমার পরিপূর্ণ বিনোদন পাবেন। পাশাপাশি নির্মাতারাও নতুন করে সামাজিক অ্যাকশন ধারার ছবি নির্মাণে আগ্রহী হবেন।

‘আই অ্যাম রাজ’ ছবিতে আরো অভিনয় করেছেন সাদেক বাচ্চু, অমির সিরাজী, গুলশান আরা পপি ও ইলিয়াস কোবরা। ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহরিয়ার রাফাত, শরীফ আহমেদ এবং রাজীব।

চৌধুরী এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সোহেল হাওলাদার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads