• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
দেশের গানে প্রিয়াঙ্কা গোপ

কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপ

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

দেশের গানে প্রিয়াঙ্কা গোপ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ডিসেম্বর ২০১৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী প্রিয়াঙ্কা গোপ সম্প্রতি একটি দেশের গানে কণ্ঠ দিলেন। সুজন হাজংয়ের লেখা ও জাদু রিছিলের সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যাণ। সম্প্রতি ডিস্টেশনে গানটির রেকর্ডিং হয়।

আমায় যদি না পাও খুঁজে, খুঁজো একুশে/ আমায় যদি না পাও খুঁজে, খুঁজো একাত্তরে- এমন কথার গানে কণ্ঠ দিয়ে খুব ভালো লেগেছে উল্লেখ করেন প্রিয়াঙ্কা গোপ। তিনি বলেন, দেশের গানের প্রতি আমার দুর্বলতা আছে। সেখান থেকে এই গানটি গাওয়ার প্রস্তাব পাওয়ার পরই রাজি হয়ে যাই। চমৎকার কথা ও সুরের এই গানটি গেয়ে খুব ভালো লেগেছে।

গীতিকার সুজন হাজং বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান সেই সব বীর শহীদদের প্রতি শ্রদ্ধাবোধ থেকেই আমার এই গানটি লেখা। গানটি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করি।

‘বাংলা মাকে’ শিরোনামের এই গানটি বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বরে ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে গীতিকার সুজন হাজং জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads