• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বাদ পড়ল ডুব

অস্কারের লোগো

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বাদ পড়ল ডুব

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

বিদেশি ভাষা বিভাগে প্রতিযোগিতা করতে অস্কারে বাংলাদেশ থেকে পাঠানো হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিটি। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ছবিটি এই বিভাগের সেরা ৯টি চলচ্চিত্রের মধ্যে স্থান পায়নি। যাচাই-বাছাই শেষে গতকাল বিদেশি ভাষা বিভাগের সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ৯টি দেশের চলচ্চিত্রের তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচারস অ্যান্ড সায়েন্সেস। সেখানে জায়গা হয়নি বাংলাদেশের ‘ডুব’ ছবিটির।

এক ইমেইল বার্তায় অস্কার থেকে গতকাল জানানো হয়, প্রায় ৮৭টি বিদেশি ভাষার চলচ্চিত্র থেকে জুরি বোর্ড প্রাথমিকভাবে ৯টি চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা করেছে। পরবর্তী রাউন্ডে প্রতিযোগিতা শেষে চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হবে। তালিকায় ভারত, নেপাল, পাকিস্তানের কোনো চলচ্চিত্রও স্থান পায়নি।

বিদেশি ভাষার চলচ্চিত্রসহ মোট ৯টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে একাডেমি অব মোশন পিকচারস অ্যান্ড সায়েন্সেস। আগামী ২৪ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসবে অস্কারের চূড়ান্ত আসর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads