• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আজ পরিবর্তন

‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনায় রয়েছেন আনজাম মাসুদ

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আজ পরিবর্তন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ৩০তম পর্ব প্রচার হবে আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। ২০১৮ সালের শেষ পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৭টি পরিবেশনা দিয়ে। ৩০তম পর্ব এবং বিজয়ের মাস হওয়ায় পরিবর্তনের বিভিন্ন সেগমেন্টে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, দেশাত্মবোধ ও ত্রিশবিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। 

পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে তিনটি নতুন গান। গীতিকবি এ মিজানের কথায় সুজন আরিফের সুর ও সঙ্গীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মের শানিত কণ্ঠের অধিকারী প্রতিশ্রুতিশীল সঙ্গীতশিল্পী প্রিয়াঙ্কা বিশ্বাস। গীতিকবি দেলোয়ার আরজুদা শরফের কথায় প্লাবন কোরেশীর সুরে জাহিদ বাশার পঙ্কজের সঙ্গীত পরিচালনায় আরেকটি গান গাইবেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী লালনকণ্যা বিউটি। প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে মেধাবী গীতিকবি জাহিদ আকবরের লেখা ও সুরকার-সঙ্গীতশিল্পী সুজন আরিফের সুর ও সঙ্গীতে একটি দেশাত্মবোধক গান গাইবেন এই প্রজন্মের ৬ সঙ্গীতশিল্পী।

এছাড়া দর্শক পর্ব, হজম আলী, মামা-ভাগ্নে, মদন-ভোলা, পরিবর্তন পাঠশালা, মুদ্রাদোষ-খাঁচকাটা খাঁচকাটা, উল্টো চলা, হিট করছে, মমিন-হাতেম, দুই মহিলা, তিন ব্যক্তি, মানিক-রতন প্রভৃতি নিয়মিত পর্বে রয়েছে সমাজের সমসাময়িক ঘটনাবলি, নানা অসঙ্গতি ও ত্রুটিবিচ্যুতি নিয়ে রচিত ব্যঙ্গাত্মক ও হাস্য-রসাত্মক বিভিন্ন নাট্যাংশ। নাট্যাংশগুলোতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, পরনিন্দা-পরচর্চা, স্কুল-কলেজে ভর্তিবাণিজ্য, ভেজাল, ঘুষ-দুর্নীতি, বিদেশি অপসংস্কৃতি চর্চা, এবং ত্রিশবিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় ‘পরিবর্তন’-এর পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads