• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
মঞ্চস্থ হলো ‘কোর্ট মার্শাল’

কোর্ট মার্শাল

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

মঞ্চস্থ হলো ‘কোর্ট মার্শাল’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে ‘কোর্ট মার্শাল’। বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থীরা ১৬ ডিসেম্বর রাতে মঞ্চায়ন করে নাটকটি। নাট্যকার এসএম সোলায়মানের ‘কোর্ট মার্শাল’ নাটকটি নতুন রূপে স্ক্রিপ্ট ও নির্দেশনায় ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষক মো. মাজহারুল হোসেন তোকদার।

তিনি জানান, নাটকটিতে মঞ্চ হিসেবে ব্যবহার হয়েছে ৪০ হাজার স্কয়ার ফুট। এতে দুই শতাধিক অভিনেতা-অভিনেত্রী অভিনয় করেছেন। পাশাপাশি ২০ জন শ্রমিক অংশ নিয়েছেন একাধিক দৃশ্যে। আকর্ষণ হিসেবে ছিল বর্তমান সময়ে ছোটপর্দার আলোচিত মুখ মনোজ কুমার প্রামাণিক। এনভায়রনমেন্টাল থিয়েটারের আঙ্গিকে বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ করা হয়েছে নাটকটি।

‘কোর্ট মার্শাল’ মঞ্চায়নের সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রফেসর ড. শামসুল আলম বীরপ্রতীক, প্রফেসর মো. জালাল উদ্দীন, শফিকুল ইসলাম, কৃষিবিদ ড. হুমায়ুন কবীর প্রমুখ। নাটকটির সার্বিক সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads