• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির জন্মদিন

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির জন্মদিন অনুষ্ঠানে আগত অতিথিদের একাংশ

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

চ্যানেল আই প্রাঙ্গণে বিটিভির জন্মদিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৮

বিটিভির ৫৫তম জন্মদিন গেল গতকাল। নানা আয়োজনে একমাত্র রাষ্ট্রীয় চ্যানেলটির জন্মদিন উদযাপিত হয়েছে আরেকটি স্যাটেলাইট টিভি চ্যানেল আই প্রাঙ্গণে। চ্যানেল আইয়ের নিজস্ব প্রাঙ্গণে বিটিভির জন্মদিনে আয়োজন করে বিশেষ অনুষ্ঠানের। এ দিনের ‘গানে গানে সকাল শুরু’র পর্বটি বিশেষভাবে সাজানো হয়েছিল এ প্রতিষ্ঠানটির জন্মদিনকে ঘিরে। শীত সুন্দর ভোর থেকে আয়োজনে অংশ নেন বিটিভির সাবেক কর্মকর্তা, কলাকুশলী ও শিল্পীরা।

অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সুরের ধারার শিল্পীদের কণ্ঠে সমবেত ও রেজওয়ানা চৌধুরী বন্যার একক সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানের শেষে রেজওয়ানা চৌধুরী বন্যা, সৈয়দ আবদুল হাদী, দিনাত জাহান মুন্নী, সেরাকণ্ঠের শিল্পীরা একই মঞ্চে ‘ধনধান্য পুষ্পে ভরা’ গানটি সুরের ধারার শিল্পীদের সঙ্গে নিয়ে পরিবেশন করেন।

শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। আরো বক্তব্য দেন পরিচালক মুকিত মজুমদার বাবু। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের আরেক পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন। বক্তব্য দেন বিটিভির মহাব্যবস্থাপক হারুন অর রশীদ ও সচিব আবদুল মালিক।

বিটিভির শুরু ও সেই সময়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন অনুষ্ঠানে আসা অতিথিরা। বিটিভি নিয়ে স্মৃতিচারণ করেন মুস্তাফা মনোয়ার, আজাদ রহমান, শফিকুর রহমান, কেরামত মওলা, কামরুন্নেসা হাসান, জহির উদ্দিন মামুন, সৈয়দ হাসান ইমাম, মহিউদ্দিন ফারুক, সালাউদ্দিন আহমেদ, আলী ইমাম, সাংবাদিক সাইফুল আলম, সৈয়দ আবদুল হাদী, নাসির আহমেদ, শাহিদা আরবী, খায়রুল আলম সবুজ, কেএস ফিরোজ, গাজী আবদুল হাকিম, রেজাউল করিম, মনোজ সেনগুপ্ত, লায়লা হক, ঝুনা চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads