• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অভিনয়ের টানে পাঞ্জাব থেকে দেশে

সামিনা বাসার

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

অভিনয়ের টানে পাঞ্জাব থেকে দেশে

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৬ ডিসেম্বর ২০১৮

নাম সামিনা বাসার। গ্রামের বাড়ি খুলনা। পড়াশোনা করেছেন ভারতের পাঞ্জাবের চণ্ডিগড় ইউনিভার্সিটিতে বিবিএতে। পড়াশোনা শেষ করতে না করতেই তিনি নিজেকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছুটে এলেন ঢাকায়। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে পরিচয় হয় তার নাট্যনির্মাতা বিইউ শুভর সঙ্গে। পরিচয়ের সূত্র ধরেই প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে অভিনয় করলেন সামিনা বাসার। নাটকের নাম ‘প্রেম ও পরীর গল্প’। গত ২৩ ও ২৪ ডিসেম্বর রাজধানীর উত্তরায় নাটকটির দৃশ্যায়নের কাজ শেষ হয়েছে। এতে সামিনার বিপরীতে অভিনয় করেছেন এসএন জনি।

নির্মাতা বিইউ শুভ বলেন, ‘সামিনার সঙ্গে পরিচয় হওয়ার সময়ই তাকে কথা দিয়েছিলাম তাকে নিয়ে নাটক নির্মাণ করব। আমি আমার কথা রেখেছি। পরীমণি যখন প্রথম দিকে কাজ করে তখন আমার নির্দেশনাতেই বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছিল। আজ সে একজন সুপারস্টার, আমি তাকে নিয়ে গর্বিত। আমি সামিনাকে নিয়েও অনেক স্বপ্ন দেখি।’ সামিনা বাসার বলেন, ‘একজন ভালো অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখি আমি।’ সেই স্বপ্ন পূরণের প্ল্যাটফরমটি তৈরি করে দিয়েছেন বিইউ শুভ ভাই। তার কাছে কৃতজ্ঞ আমি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads