• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
আমার জীবনে প্রাপ্তিই বেশি

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আমার জীবনে প্রাপ্তিই বেশি

  • আল কাছির
  • প্রকাশিত ০২ জানুয়ারি ২০১৯

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ব্যক্তিগত জীবনে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে ২০১৮ সাল পার করেছেন। চলতি বছরে ভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ শুরু করতে চান এ অভিনেত্রী। নতুন বছর ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন আল কাছির

নতুন বছরের পরিকল্পনা—

২০১৯ সালে ভালো কিছু কাজ করতে চাই। আশা করছি সেটা সম্ভব হবে। অভিনয় ক্যারিয়ারে আমি অনেক কাজ করেছি, কিন্তু উল্লেখযোগ্য কোনো কাজ আসলে নেই। কাজের জায়গায় এ বছর আমি আরো সিরিয়াস হতে চাই। দর্শকের মনে রাখার মতো কিছু কাজ করতে চাই। তার পাশাপাশি আমি একজন ভালো মানুষ হতে চাই। ভালো মানুষ হওয়ার যে প্রক্রিয়াটা শুরু করেছি সেটা মৃত্যুর আগ পর্যন্ত চালিয়ে যেতে চাই।

 

২০১৮ সালের মূল্যায়ন—

আমার পুরো জীবনে অনেক পাওয়া না পাওয়া আছে। অপ্রাপ্তির চেয়ে আমার জীবনে প্রাপ্তিই বেশি। উদাহরণ হিসেবে বলতে পারি, মেয়ের জন্মটা আমার জীবনে অনেক বড় প্রাপ্তি। আনন্দের ব্যাপার হলো, আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ২০১৮ সালে যোগ হয়েছে। এ বছরের প্রাপ্তিগুলোর মধ্যে প্রধান ও অন্যতম হলো, মেয়ের অভিভাবকত্ব পাওয়া। একজন মানুষ হিসেবে, একজন নারী হিসেবে, একজন মা হিসেবে এটি আমার কাছে অনেক বড় অর্জন। এটা শুধু আমার জয় না, অনেক মায়ের জয়। আমি যখন বাইরে যাই তখন অনেক মায় আমাকে বলেন, বাঁধন আপনাকে দেখে আমরা অনুপ্রাণিত হই। আপনাকে দেখে আমরা সাহস পাই।

 

মেয়ে বাবার আদর থেকে বঞ্চিত হচ্ছে না?

একজন সচেতন মা হিসেবে কখনো চাই না সন্তান তার বাবার আদর থেকে বঞ্চিত হোক। সে জায়গা থেকে আমার মেয়ে তার বাবার সঙ্গে নিয়মিত দেখা করেছে। এখনো দেখা করার সেই অনুমতি রয়েছে। আমার মেয়ে যাতে মা-বাবার ভালোবাসাটা ঠিকমতো পায় সেটা আমি সবসময় নিশ্চিত করার চেষ্টা করেছি। অভিভাবকত্ব নিয়ে আমার যুদ্ধ সেটা বাবা-মায়ের সঙ্গে ছিল না। একটা খারাপের সঙ্গে ভালোর যুদ্ধ ছিল।

 

অভিনয়ের বাইরে কী করছেন?

আমি একজন দন্ত চিকিৎসক। আমি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির নির্বাচিত সদস্য। আমি স্বাধীনতা চিকিৎসক পরিষদের সদস্য। এ সংগঠনগুলো থেকে বিভিন্ন সময় সেবামূলক কাজ করে থাকি। বিনামূল্যে সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে থাকি। কিছুদিন আগে আমি মরণোত্তর চক্ষু দান করেছি।

 

সরকারের কাছে আপনার প্রত্যাশা—

আমি বড় হয়েছি বলতে গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখে। দশ বছর কিন্তু অনেক লম্বা সময়। শেখ হাসিনা ক্ষমতায় যাওয়ার পর থেকে এখন পর্যন্ত যত উন্নয়ন হয়েছে তা দেখেই আমি বড় হয়েছি। আমার মনে হয়, মানুষ তার মতো একজন লিডার চান। তার উন্নয়ন এখন আমাদের সবার সামনে। আমি চাই উন্নয়নের ধারা অব্যাহত থাকুক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads