• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
সুস্থ হয়ে দেশে ফিরছেন কাজী হায়াৎ

চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

সুস্থ হয়ে দেশে ফিরছেন কাজী হায়াৎ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১২ জানুয়ারি ২০১৯

নিউইয়র্কে প্রয়োজনীয় চিকিৎসা শেষে দেশে ফিরছেন নির্মাতা কাজী হায়াৎ। গত বৃহস্পতিবার হাসপাতাল ছেড়েছেন তিনি। এবার দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। গতকাল দুপুরে দেশীয় একটি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র প্রযোজক মো. ইকবাল।

তিনি বলেন, ‘হায়াৎ ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি গতকাল তার সঙ্গে আলাপ করেছি। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। জানিয়েছেন তার অপারেশন করা লাগেনি।’

দীর্ঘদিন ধরে হূদরোগ ও ডায়াবেটিসের সমস্যায় ভুগছিলেন কাজী হায়াৎ। সম্প্রতি তার ঘাড়ের রক্তনালিতে ব্লক ধরা পড়ে। উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ২২ ডিসেম্বর নিউইয়র্কের প্রেস বাইটেরিয়ান হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। চিকিৎসায় তার অবস্থার উন্নতি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ১৩ জানুয়ারি দেশে ফিরবেন এ নির্মাতা। দেশে ফিরে কয়েক দিন বিশ্রাম করে ‘বীর’ ছবির চিত্রায়ণ শুরু করার কথা রয়েছে তার।

এর আগে গত বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছিল কাজী হায়াৎকে নিয়ে। পরে এক ভিডিওবার্তায় কাজী হায়াৎ বলেন, ‘আমি হাসপাতালে আছি। অসুস্থ, তবে বেঁচে আছি। যারা মিথ্যা কথাটা ছড়িয়েছে তাদের আমি নিন্দা করি। কেন এই মিথ্যা কথা? আমি খুব কষ্ট পেলাম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যেতে পারি।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads