• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
আসছে ধারাবাহিক নাটক গল্পের ঝুড়ি

আসছে ধারাবাহিক নাটক গল্পের ঝুড়ি

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আসছে ধারাবাহিক নাটক গল্পের ঝুড়ি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ জানুয়ারি ২০১৯

স্যাটেলাইট টেলিভিশন দুরন্ত টিভিতে শুরু হতে যাচ্ছে নতুন সিজন। এ সিজনে থাকছে বাংলা সাহিত্যে মণি-মুক্তার মতো ছড়িয়ে থাকা অসংখ্য সৃষ্টিকর্ম অবলম্বনে শিশু-কিশোরদের জন্যে ২৬ পর্বের নতুন ধারাবাহিক নাটক ‘গল্পের ঝুড়ি’। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুকুমার রায়, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার, শিবরাম চক্রবর্তীর রচনা থেকে বিভিন্ন স্বাদের গল্প, কবিতা ও নাটক অবলম্বনে এই ধারাবাহিকের কাহিনি নির্বাচন করা হয়েছে।

এই নাটকগুলোতে যেমন রয়েছে হাস্যরসের উপাদান, তেমনি আছে উপদেশের বাণী।  আছে মানুষের দৈনন্দিন জীবন যাপনের নানাবিধ বিষয় থেকে ওঠে আসা জীবনের মূল সত্য। জীবনের চলার বাঁকে বাঁকে ছড়িয়ে থাকা বহু ঘটনা, গল্প-গাঁথা থেকে শিশুদের সামনে এগিয়ে চলার প্রেরণা জোগায় যেসব রচনা তারই নির্বাচিত নাটকের রূপ ‘গল্পের ঝুড়ি’। ধারাবাহিক নাটকটিতে অভিনয় করেছেন অনিন্দ্য সাইয়ীদ, সাজু খাদেম, এসএম মহসিন, সাবিহা জামান, মৌসুমী অধিকারী, খলিলুর রহমান কাদরী, শ্রেষ্ঠা, রাইদা, রাতুল, দাইয়ানসহ অনেকে। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ পিয়াল। ১৮ জানুয়ারি থেকে প্রতি শুক্র ও শনিবার রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads