• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

আজ ‘মান অভিমান’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জানুয়ারি ২০১৯

দীপ্ত টিভিতে আজ সন্ধ্যা ৭টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। জেন অস্টেন রচিত ‘প্রাইড অন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান। সংলাপ করেছেন সরোয়ার সৈকত। এটি পরিচালনা করেছেন রাজু খান।

গল্পে দেখা যাবে, মধ্যবিত্ত পরিবারের রানুকে ভালোবাসে শিল্পপতি রাহাত। তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় রাহাতের বিত্তশালী বন্ধু ফরহাদ। দাম্ভিক ফরহাদের মতে, গরিব আর ধনীর ভালোবাসা নাটক সিনেমায় মানালেও বাস্তবে অসম্ভব। আর রানুর বোন বীথি বিশ্বাস করে ভালোবাসা দিয়ে সব অসম্ভবকে জয় করা যায়। এক দিন সেই বীথিরই প্রেমে পড়ে যায় ফরহাদ।

নাটকটি প্রসঙ্গে পরিচালক রাজু খান বলেন, আমরা সবসময় দর্শকের চাহিদা অনুযায়ী নাটক নির্মাণের চেষ্টা করে থাকি। সে ধারাবাহিকতায়ই এ নাটকটি নির্মাণ করা হয়েছে। ধারাবাহিকটি প্রচার শুরু হয়েছে খুব বেশি দিন হয়নি। এই অল্প সময়ে এখনই দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে নাটকটি। আমার বিশ্বাস ধীরে ধীরে নাটকটি আরো গ্রহণযোগ্য হয়ে উঠবে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসাসহ আরো অনেকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads