• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

আসছে ‘দ্য সিক্রেট অব দ্য ইউনিকর্ন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ জানুয়ারি ২০১৯

বিংশ শতাব্দীতে সবচেয়ে আলোচিত কমিক চরিত্রের নাম ‘টিনটিন’। আমাদের কিশোরবেলার কল্পনার অনেক জায়গাই আমরা ঘুরেছি টিনটিনকে সঙ্গে নিয়ে। সেই টিনটিনকে যদি জীবন্তরূপে টেলিভিশনে দেখা যায়, তাহলে তো কথাই নেই! রুপালি পর্দায় স্টিভেন স্পিলবার্গের থ্রি-ডি সিজিআই অ্যানিমেটেড ‘দ্য অ্যাডভেঞ্চার্স অব টিনটিন : দ্য সিক্রেট অব দ্য ইউনিকর্ন’ কাউকে নিরাশ করেনি।

সব থেকে মজার ব্যাপার হলো, দুরন্ত টিভি তুমুল জনপ্রিয় এই সিনেমাটি বাংলায় ভাষান্তরিত করে প্রচার করতে যাচ্ছে। এ সিনেমার গল্পটি গুপ্তধন খোঁজা নিয়ে। তরুণ সাংবাদিক টিনটিন ও তার পোষা কুকুর স্নোয়ি একদিন ‘ইউনিকর্ন’ নামের এক জাহাজের মডেল কিনল। সেটা কেনার পরপরই তার সঙ্গে দেখা হলো রহস্যময় দুই ব্যক্তির। তারা দুজনই কিনতে চায় ‘ইউনিকর্ন’কে। কিন্তু টিনটিন সেটা বিক্রি করল না। একসময় টিনটিন আবিষ্কার করে জাহাজের এই মডেলটিতে রয়েছে গুপ্তধনের সূত্র। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই অপহরণ করা হয় টিনটিনকে।

বাংলায় ভাষান্তরিত এই সিনেমাটি দেখতে চোখ রাখতে হবে দুরন্ত টিভির পর্দায়। আজ রাত ১০টায় এবং আগামীকাল বিকাল ৩টায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads