• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
‘রাইজিং সাইলেন্স’র বিশেষ প্রদর্শনী আজ

মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার জীবন সংগ্রাম নিয়ে 'রাইজিং সাইলেন্স

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘রাইজিং সাইলেন্স’র বিশেষ প্রদর্শনী আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২০ জানুয়ারি ২০১৯

সপ্তদশ ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে লীসা গাজী পরিচালিত বীরাঙ্গনা মুক্তিযোদ্ধাদের জীবন নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য ছবি ‘রাইজিং সাইলেন্স’ সেরা প্রামাণ্য চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। সিনেমাটির একটি বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। ‘রাইজিং সাইলেন্স’ ছবিটি নারীর সঙ্গে নারীর সম্পর্কের পরিভ্রমণ— যারা যুদ্ধ সয়েছেন, যুদ্ধের হিংস্রতা আর পরবর্তী সময়ে দৈনন্দিন বিদ্বেষ সত্ত্বেও আগামী দিন গড়তে ক্ষত মুছেছেন শর্তহীন ভালোবাসায়। ছবিটি প্রযোজনা করেছে লন্ডনভিত্তিক সংগঠন কমলা কালেক্টিভ, ওপেনভাইজার ও মেকিং হারস্টোরি এবং সহযোগিতা করেছে মানুষের জন্য ফাউন্ডেশন ও দি ওসিরিস গ্রুপ।

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে দুই লাখের বেশি নারী ও কিশোরী পাকিস্তানি সেনাবাহিনীর যুদ্ধকৌশলের অংশ হিসেবে নির্বিচারে ধর্ষণ ও নির্যাতনের শিকার হন। বাঙালির স্বাধীনতার যুদ্ধকে আমরা ডাকি

‘রাইজিং সাইলেন্স’র জনযুদ্ধ বলে— যেখানে মুক্তিযোদ্ধারা হয়ে ওঠেন সেই জনযুদ্ধের অগ্রসেনা আর এই নারীরা চাপা পড়ে যান উপেক্ষার তলে। কারণ ধর্ষণ এই সমাজে এক অনন্ত ঘৃণার উৎস, ধর্ষক নয়! ধর্ষিত এই নারীরা চলে গিয়েছিলেন নীরবতা, বিচ্ছিন্নতা আর বিস্মৃতির অন্তরালে। এই ছবি তাদের গল্প নিয়ে এসেছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে, কীভাবে তারা লড়াই করেছেন মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধোত্তর বাংলাদেশে।

ব্রিটিশ বাংলাদেশি অভিনেতা, নাট্যকার লীসা গাজী তার প্রথম ছবিটি এই নারীদের গল্প নারীদের পরিপ্রেক্ষিতে বলতে চেয়েছেন। লীসা গাজীর বাবা একজন মুক্তিযোদ্ধা, ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধের গল্প শুনেছেন। ২০১০ সালে ২১ জন বীরাঙ্গনার সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন থেকেই তিনি বীরাঙ্গনাদের ব্যক্তিগত গল্প অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করেন। ২০১৪ সালে লীসা গাজী ও সামিনা লুৎফা যৌথভাবে লেখেন নাটক ‘বীরাঙ্গনা : যুদ্ধের নারী’ যেটি প্রযোজনা করে লন্ডনের নাট্য ও সংস্কৃতি সংগঠন কমলা কালেক্টিভ। নাটকটি বাংলাদেশে ও লন্ডনে প্রদর্শিত ও প্রশংসিত হয়। তখন থেকেই এই ছবি নির্মাণের প্রেরণা। শাহাদাত হোসেনের চিত্রগ্রহণে এই প্রামাণ্য চলচিত্রের সঙ্গীত পরিচালনা করেছেন সোহিনী আলম ও অলিভার উইকস এবং গবেষণা উপদেষ্টা হিসেবে ছিলেন হাসান আরিফ।

‘রাইজিং সাইলেন্স’ গত ১২ ও ১৮ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে এবং দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads