• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

ফেব্রুয়ারিতে ফাগুন হাওয়ায়

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে তৌকীর আহমেদের নতুন ছবি ‘ফাগুন হাওয়ায়’ মুক্তি পাচ্ছে আগামী ১৫ ফেব্রুয়ারি। গত রোববার ছবিটির ট্রেইলার প্রকাশ করা হয়।

টিটো রহমানের ‘বউ কথা কও’ ছোটগল্প অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন তৌকীর আহমেদ নিজেই। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। ট্রেইলারে পঞ্চাশের দশকের পোশাকে তিশা ও সিয়ামকে দেখা যায়।

ছবিতে অন্যান্য চরিত্রে আরো অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, সাজু খাদেম, রওনক হাসান, শহীদুল আলম সাচ্চু, আবুল হায়াত, বলিউডের অভিনেতা যশপাল শর্মা প্রমুখ। তিশার সঙ্গে সিয়ামের এটাই প্রথম চলচ্চিত্র। ছবিটি নিয়ে বেশ আশাবাদী এই অভিনেতা।

ছবিটির বেশিরভাগ শুটিং খুলনায় করা হয়েছে বলে জানান তৌকীর আহমেদ। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে ছবিটি নির্মাণ করা। ভাষার মাসেই ছবিটি মুক্তি পাচ্ছে। আশা করছি, হলে গিয়ে সবাই ছবিটি দেখবেন।’

অভিনয়ের পাশাপাশি পরিচালনা করেও তৌকীর আহমেদ পেয়েছেন জনপ্রিয়তা। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘হালদা’, ‘দারুচিনি দ্বীপ’, ‘জয়যাত্রা’ ও ‘অজ্ঞাতনামা’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads