• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
হাফ এ যাচ্ছে ‘অবলম্বন’

‘অবলম্বন’

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

হাফ এ যাচ্ছে ‘অবলম্বন’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

১৭তম হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)-এর জন্য নির্বাচিত ২৩টি ছবির মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র অবলম্বন। আবিদ হোসেন খান পরিচালিত সরকারি অনুদানে নির্মিত ছবিটির প্রযোজনা করেছেন রুবাইয়াত হোসেন এবং আদনান ইমতিয়াজ আহমেদ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান খনা টকিজ।

১৮ থেকে ২০ মার্চ হংকংয়ের কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হবে হংকং-এশিয়া ফিল্ম ফাইন্যান্সিং ফোরাম (হাফ)-এর ১৭তম আসর। ২০১৭ সালে এই ফোরামে নির্বাচিত হয় বাংলাদেশি নির্মাতা রুয়াইয়াৎ হোসেনের মেড ইন বাংলাদেশ ছবিটি।

এশিয়ার গুরুত্বপূর্ণ ফিল্ম ফাইন্যান্সিং প্ল্যাটফর্মগুলোর মধ্যে একটি হাফ। চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, ব্যাংকার, পরিবেশক এবং ক্রেতাদের সঙ্গে দেখা করার অন্যতম প্ল্যাটফর্ম এই হাফ। বাংলাদেশ, চীন, হংকং, তাইওয়ান, ইরান, জাপান, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, ফিলিপাইন এবং দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার ১০ দেশের ৩৫০টি ছবির প্রকল্প থেকে এই বছরের সংক্ষিপ্ত তালিকায় স্থান পায় ২৩টি ছবি। যার মধ্যে অবলম্বন একটি।

বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গা শরণার্থীদের উপজীব্য করে গত বছর আগস্ট মাসের শেষে ছবিটির কাজ আরম্ভ হয়। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের সামরিক বাহিনীর দ্বারা শুরু হওয়া গণহত্যা থেকে পরিত্রাণ পেতে প্রায় সাত লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads