• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
হর সুন্দরী শাহনূর

চিত্রনায়িকা শাহনূর

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

হর সুন্দরী শাহনূর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২২ জানুয়ারি ২০১৯

বহু চলচ্চিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন চিত্রনায়িকা শাহনূর। তবে এবার একেবারেই অন্যরকম একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন তিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘মধ্যবর্তিনী’ গল্প অবলম্বনে নির্মাতা তাজু কামরুল নির্মাণ করছেন ‘বেলা অবেলা’ সিনেমা। এই সিনেমার কেন্দ্রীয় একটি চরিত্র ‘হর সুন্দরী’। আর এই হর সুন্দরী চরিত্রেই অভিনয় করছেন চিত্রনায়িকা শাহনূর। এরই মধ্যে সিনেমার বিভিন্ন দৃশ্যায়নে অংশ নিয়েছেন শাহনূর। নির্মাতা তাজু কামরুল জানান, হর সুন্দরী চরিত্রে শাহনূর নিজেকে মানিয়ে নিয়ে অসাধারণ অভিনয় করেছেন। এরই মধ্যে সিনেমার কাজ প্রায় শেষ। তাজু কামরুল জানান, গানের কাজ শেষ হলেই ‘বেলা অবেলা’ সিনেমার শুটিং শেষ হয়ে যাবে। সিনেমাটি অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প নিয়ে নির্মিত হচ্ছে বেলা অবেলা সিনেমাটি। এই সিনেমায় আমি হর সুন্দরী চরিত্রে অভিনয় করছি। তাজু কামরুলকে অনেক ধন্যবাদ অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করার জন্য। কারণ এই ধরনের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করা অনেক চ্যালেঞ্জিং কাজ। কিন্তু তাজু কামরুল ধৈর্য ধরে সিনেমাটি নির্মাণ করছেন, এটা অনেক বড় একটি বিষয়। আমি হর সুন্দরী চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য অনেক বেশি আন্তরিকতা নিয়ে কাজ করেছি। কারণ এই ধরনের সিনেমা দর্শক বহুদিন পরও দেখেন। তাই বেলা অবেলা সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী।’

তাজু কামরুল জানান, ‘বেলা অবেলা’ সিনেমার সংলাপ রচনা করেছেন রাসা মোবারক। আগামী ২৫ জানুয়ারি পরিচালক সমিতির নির্বাচন শেষে তাজু কামরুল আবারো সিনেমাটির শুটিং শুরু করবেন। কারণ, নির্বাচনে তাজু কামরুল গুলজার-খোকন প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন। এদিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা নড়াইল আসনে সংসদ সদস্য হিসেবে মনোনীত হওয়ার লক্ষ্যে আওয়ামী লীগের হয়ে মনোনয়ন ফরম ক্রয় করে জমা দিয়েছেন।

উল্লেখ্য, শাহনূরের  বাবা ও চার চাচা মুক্তিযোদ্ধা। এদিকে শাহনূর এরই মধ্যে শেষ করেছেন ‘ইন্দুবালা’ সিনেমার কাজ। এ সিনেমায়ও তিনি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। চলতি বছরই তিনি শাবনূরকে নিয়ে একটি তথ্যচিত্রও নির্মাণ করবেন বলে জানালেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads