• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

শোকে কাতর সাংস্কৃতিক অঙ্গন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৯

না ফেরার দেশে চলে গেছেন কিংবদন্তি সঙ্গীতব্যক্তিত্ব আহমেদ ইমতিয়াজ বুলবুল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো সাংস্কৃতিক অঙ্গনে। মৃত্যুর খবরে তার বাসায় ছুটে গেছেন সহকর্মী থেকে শুরু করে অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করেছেন অনেক ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুলের জীবদ্দশায় যথাযথ মূল্যায়ন হয়নি বলে মনে করেন গানের পাখি সাবিনা ইয়াসমিন। দেশীয় একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন তিনি। শোক প্রকাশ করে সাবিনা ইয়াসমিন বলেন, ‘বুলবুলকে আমরা সঠিক মূল্য দিতে পারিনি। গানে বুলবুলের প্রতিভা এক বিস্ময়! তার মতো মেধাবীর কোনো দাম দিতে পারিনি।’ বুলবুলের সুরে অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর। গতকাল তিনি বলেন, ‘সঙ্গীতাঙ্গনের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা সবাই শোকাহত। বেশি কিছু বলার ভাষা নেই।’

আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আশি-নব্বই দশকের সুপারস্টার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, ‘এই চলে যাওয়া নিয়ে কোনো কথাই আসলে ভাবতে পারছি না। বুলবুল আমার বন্ধু, আমি বুলবুলের বন্ধু। আমরা সমবয়সী ছিলাম। অনেক ভালো সময় কেটেছে আমাদের। একটি দুটি নয়। অনেক জনপ্রিয় গান ও করেছে, যেগুলোতে আমি নায়ক ছিলাম।’

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘অনেক বড় একটা দুঃসংবাদ দিয়ে সকাল শুরু হয়! দেশবরেণ্য সুরকার, গীতিকার, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল (স্যার) আমাদের মাঝে আর নেই! ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ (গতকাল) ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন।’ ‘চিরকুট’ ব্যান্ডের প্রধান ভোকালিস্ট শারমিন সুলতানা সুমি তার ওয়ালে লিখেছেন, ‘অনন্ত যাত্রায় ভালো থাকবেন বাংলার অনবদ্য গীতিকার, কিংবদন্তি সুরস্রস্টা, বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল। মানুষের ভালোবাসা আর অমরত্বে আপনি তারার মতো জ্বলবেন বাংলাদেশের হূদয়ে।’

অভিনেত্রী তানভীন সুইটি লিখেছেন, ‘আপনার চার দেয়ালের মাঝে বন্দি হয়ে থাকার আজ অবসান হলো বুলবুল ভাই। অনন্তলোকে শান্তিতে থাকবেন হে বীর যোদ্ধা। বিনম্র শ্রদ্ধা।’

নির্মাতা দেবাশিষ বিশ্বাস শোক প্রকাশ করে তার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘তোমায় দেখলে মনে হয়, হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়’। নতুন করে করা এই গানটি দেখিয়ে আপনার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার সুযোগ দিলেন না কাকা!!!

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, বিনম্র শ্রদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল। কিংবদন্তি সুরকার ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি ড. সফিউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন বলেন, মহান এই সুরকারের প্রয়াণে দেশের সঙ্গীতজগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। এই অমিত প্রতিভাবান শিল্পীর প্রয়াণে যে পূরণীয় ক্ষতি হলো, তা সহসা পূরণ হওয়ার নয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads