• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে আজ

আহমেদ ইমতিয়াজ বুলবুল

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

চলে গেলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল

শহীদ মিনারে মরদেহ নেওয়া হবে আজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জানুয়ারি ২০১৯

মুক্তিযোদ্ধা, বরেণ্য সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই। হূদরোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার ভোর ৪টায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছেলে সামির আহমেদ।

আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যু দেশের সংস্কৃতি জগতের জন্য একটি অপূরণীয় ক্ষতি। তার অসামান্য সৃষ্টিকর্মের জন্য চিরদিন মানুষ তাকে স্মরণ করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আহমেদ ইমতিয়াজ বুলবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা বুলবুলের আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে হূদরোগে আক্রান্ত ছিলেন বুলবুল। চার দেয়ালে বন্দি অবস্থায় কেটেছে তার জীবনের শেষ সময়। নিজ বাসাতেই পরিবার পরিজন নিয়ে সময় কাটত তার। অসুস্থতার কারণে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি ছিল খুবই কম। বরেণ্য এই শিল্পীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনসহ পুরো সংস্কৃতি অঙ্গনে।

তার মৃত্যুর খবর মেনে নিতে পারছেন না তার অসংখ্য সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মৃত্যুর সংবাদে বুলবুলের আফতাব নগরের বাসায় ছুটে আসেন সঙ্গীতাঙ্গনের অনেকেই। এ সময় সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের পরিবার সূত্রে জানা গেছে, আজ বেলা ১১টায় তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা।

১৯৫৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন বরেণ্য এ শিল্পী। ১৯৭০ দশকের শেষ থেকে শুরু করে আমৃত্যু বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে স্বীকৃতি হিসেবে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং রাষ্ট্রপতি পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন তিনি। ১৯৭১ সালে মাত্র ১৫ বছর বয়সে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads