• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

এক মঞ্চে সম্মানিত তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

এবার এক মঞ্চে সম্মানিত হয়েছেন সঙ্গীতশিল্পী আঁখি আলমগীর, স্বপ্নীল সজীব এবং মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮ জয়ী জান্নাতুল ফেরদৌস ঐশী। আলাদাভাবে নিজেদের কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ‘জিনিয়াস অ্যাওয়ার্ড ২০১৮’ তুলে দেওয়া হয় তাদের হাতে। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পীর সম্মাননা পাওয়া প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, ‘একজন সঙ্গীতশিল্পী হিসেবে সবসময়ই পুরস্কারপ্রাপ্তি আমাকে ভীষণ অনুপ্রেরণা দেয়। সেই ধারাবাহিকতায় জিনিয়াস অ্যাওয়ার্ড প্রাপ্তি তার ব্যতিক্রম নয়। আমি অনেক আনন্দিত, অনুপ্রাণিত। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আর সঙ্গীতপ্রেমী শ্রোতা-দর্শকের জন্য যেন ভালো ভালো গান করে যেতে পারি।’

একইমঞ্চে সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কৃত হন স্বপ্নীল সজীব। ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশিত ‘খয়েরি বিকেল’ গানের জন্য সম্মাননা দেওয়া হয়েছে তাকে। স্বপ্নীল সজীব বলেন, ‘খয়েরি বিকেল আমার প্রথম মৌলিক গান। আমি মনে করি প্রত্যেক শিল্পীরই নিজের কিছু গান থাকা উচিত। সেই ভাবনা থেকেই আমি এখন রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি নিজে কিছু মৌলিক গান করছি। প্রথম মৌলিক গানের জন্য অনুপ্রেরণামূলক জিনিয়াস অ্যাওয়ার্ড আমার সঙ্গীতজীবনের চলার পথকে আরো অনুপ্রাণিত করেছে।’

বাংলাদেশকে বহির্বিশ্বে সম্মানিত করার জন্য বিশেষ সম্মাননা পান ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ জান্নাতুল ফেরদৌস ঐশী। তিনি বলেন, ‘জিনিয়াস অ্যাওয়ার্ডই আমার জীবনের প্রথম সম্মাননা। তাই এই পুরস্কার আমার অনুভূতিতে, ভালো লাগায় সারা জীবন মিশে থাকবে। আমি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করে আমার জন্মকে সার্থক করে তুলতে চাই। সবাই দোয়া করবেন।’

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads