• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
মঞ্চনাটকে সময় বেশি দিচ্ছি

তানভীন সুইটি

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

মঞ্চনাটকে সময় বেশি দিচ্ছি

  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৯

টিভি নাটকের এক সময়ের ব্যস্ত অভিনেত্রী তানভীন সুইটি। বর্তমানে টিভিপর্দায় তাকে খুব কম দেখা গেলেও মঞ্চে আবার সরব হয়ে উঠছেন এ অভিনেত্রী। পাশাপাশি অভিনয়শিল্পী সংঘের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করছেন। অভিনয় ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে তার সঙ্গে কথা বলেছেন সালেহীন বাবু

 

টিভি নাটকে-

আমি এখন আগের মতো অভিনয় করি না। ক্যারিয়ারে এই সময়ে আমাকে অনেক কাজ করতে হবে এমনটাও ভাবি না। এক সময়তো টিভি নাটকে প্রচুর ব্যস্ত ছিলাম। মাসের প্রায় ৩০ দিনই শুটিং করতে হতো। এখন নতুনদের সময়। আমাদের সিনিয়ররা যেমন আমাদের জন্য সুযোগ করে দিয়েছিলেন, আমরাও তেমনই নতুনদের জন্য সুযোগ করে দিচ্ছি। তাই টিভি নাটকে খুব কম কাজ করছি। গল্প ও চরিত্র পছন্দ হলেই এখন অভিনয় করার সিদ্ধান্ত নিই। একেবারেই বেছে বেছে দু-একটি টিভি নাটকে অভিনয় করছি। এর মধ্যে দুরন্ত টিভিতে ‘ব তে বন্ধু’ নামের একটি ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করছি।

 

মঞ্চে সরব-

অনেক আগে থেকেই আমি মঞ্চের সঙ্গে জড়িত। ‘থিয়েটার বেইলী রোড’-এর হয়ে এখনো মঞ্চে কাজ করছি। তাই এখন টিভি নাটকের চেয়ে মঞ্চনাটকে সময় বেশি দিচ্ছি। প্রায় প্রতি মাসেই ‘মুক্তি’ শিরোনামের একটি মঞ্চনাটক করছি। এই তো গত শুক্রবারও এর একটি প্রদর্শনী হলো শিল্পকলায়। নাটকটি নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। আগামী মাসে আরো একটি প্রদর্শনী হওয়ার সম্ভাবনা আছে।

 

অভিনয়ের বাইরে-

অভিনয়ের বাইরে নিজের সংসার ও সংগঠনের কাজে প্রচুর ব্যস্ত থাকতে হয়। বর্তমানে অভিনয়শিল্পী সংঘের সহসভাপতির দায়িত্ব পালন করছি। আমাদের এই সংগঠন শিল্পীদের স্বার্থে কাজ করছে। এটি শিল্পীদের সংগঠন। তাদের যেকোনো সুযোগ-সুবিধায় পাশে থাকার জন্য এই সংগঠন সব সময় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শিল্পীদের ডিজিটাল কার্ড প্রদান, পহেলা বৈশাখ উদযাপনসহ এরই মধ্যে আমরা অনেক কাজ করেছি। আগামীতে নতুন কিছু পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। খুব শিগগিরই সেগুলো সবাইকে জানানো হবে।

 

ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের জয়েন্ট সেক্রেটারি হিসেবে-

এটি একটি সামাজিক সংগঠন। এই ফোরাম থেকে আমরা অটিজম শিশুদের জন্য করণীয় সম্পর্কে বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকি। লোকজনের মধ্যে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা করছি। সামাজিক দায়বদ্ধতা থেকে আমি বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করি। দেশ ও সমাজের প্রতি আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা নিজের জায়গা থেকে সঠিকভাবে এগিয়ে এলে আমাদের দেশও এগিয়ে যাবে।

 

চলমান টিভি নাটক প্রসঙ্গে-

বতর্মান টিভি নাটকের বাজেট কম, ভালো স্ক্রিপ্টের অভাব, কাজে অস্থিরতা বেশি, কম সময়ে বেশি কাজ করে ভালো কিছু করার প্রত্যাশা। আমাদের নাটক নানা প্রতিকূলতার মধ্যেও ভালো করছে। তবে আমি খুবই আশাবাদী আমাদের টিভি নাটক নিয়ে। আমার মনে হয় আমাদের নাটকে পরিবর্তন আসবে। কারণ এখানে অনেক মেধাবী এগিয়ে আসছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads