• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
প্রকাশিত হলো ইন্দুবালা

ইন্দুবালা সিরিজের একটি দৃশ্য

ছবি : বাংলাদেশের খবর

আনন্দ বিনোদন

প্রকাশিত হলো ইন্দুবালা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৯

প্রকাশিত হয়েছে আলোচিত ওয়েব সিরিজ ‘ইন্দুবালা’ এর প্রথম পর্ব। অনন্য মামুন পরিচালিত এ ওয়েব সিরিজটি অনলাইন প্ল্যাটফর্ম ‘সিনেস্পট’-এ মুক্তি পেয়েছে শনিবার। সিরিজের প্রথম পর্বে লুক ও অভিনয় নিয়ে দর্শক চমকে দিয়েছেন চিত্রনায়িকা পপি।

সিরিজের গল্পে দেখা যাবে, ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশের সব বয়সের জনতা মাঠে নেমেছেন। সবার এক দাবি ইন্দুবালার মুক্তি। এমন সময় সবাইকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন নেত্রী। ওয়েব সিরিজে দেখা যাচ্ছে, ইন্দুবালা একজন শিক্ষিতা সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এ নারীর প্রতিবাদ অহিংস উপায়ে।

সিরিজটি প্রসঙ্গে নির্মাতা অনন্য মামুন জানান, ১৩ পর্বের এই ওয়েব সিরিজটির প্রতিটি পর্ব ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। প্রথম পর্ব প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছেন তিনি।

নিজের চরিত্র প্রসঙ্গে পপি বলেন, ‘চরিত্রটি একেবারেই সিনেমাটিক। আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনো তৈরি হয়নি। তাই প্রথমবার এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে।’

‘ইন্দুবালা’ সিরিজে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। এ ছাড়া আরো অভিনয় করেছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম, এবিএম সুমন প্রমুখ। ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads