• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

‘ফাগুন হাওয়ায়’ দেখবেন রাষ্ট্রপতি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

ভাষা আন্দোলন নিয়ে ‘ফাগুন হাওয়ায়’ শিরোনামে চলচ্চিত্র নির্মাণ করেছেন জনপ্রিয় অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এ চলচ্চিত্রটি সারা দেশে মুক্তি পাবে ১৫ ফেব্রুয়ারি। চলচ্চিত্রটিতে জুটিবদ্ধ হয়েছেন নুসরাত ইমরোজ তিশা ও সিয়াম আহমেদ। এতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বলিউডের যশপাল শর্মা। এ ছাড়া অভিনয় করেছেন আবুল হায়াৎ, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। বিশেষ প্রদর্শনীর মাধ্যমে ছবিটি দেখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সম্প্রতি ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের কর্ণধার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে চলচ্চিত্রটি দেখার আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি এতে সম্মতি জানান। রাষ্ট্রপতির জন্য বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে ভাষার মাসের দ্বিতীয় সপ্তাহে। চলচ্চিত্রটির টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ওয়ালটন।

টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। গত বছরের ১০ মার্চ শুরু হয় এটির চিত্রায়ণ।

১৯৫২ সালের প্রেক্ষাপট ফুটিয়ে তুলতে বেছে নেওয়া হয়েছে পাইকগাছার প্রায় শতবর্ষী কিছু পুরনো ভবন। আছে কপোতাক্ষ নদ। এর মধ্যে ছিল রাড়ুলী গ্রামে ১০০ বছরের বেশি পুরনো প্রফুল্ল চন্দ্র রায় (পিসি রায়) প্রতিষ্ঠিত হরিশচন্দ্র কলেজিয়েট ইনস্টিটিউশনের একটি ভবন। এর ৯০ শতাংশ শুটিং পাইকগাছা এলাকায় সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads