• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
আলাউদ্দিন আলীর পাশে প্রধানমন্ত্রী

কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী

আনন্দ বিনোদন

আলাউদ্দিন আলীর পাশে প্রধানমন্ত্রী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৪ ফেব্রুয়ারি ২০১৯

কিংবদন্তি সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ আলাউদ্দিন আলীর চিকিৎসায় ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র তুলে দিয়েছেন তিনি। গতকাল রোববার দুপুরে গণভবনে আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা মিমির হাতে এ সঞ্চয়পত্র তুলে দেন প্রধানমন্ত্রী।

খবরটি নিশ্চিত করে ফারজানা মিমি বলেন, ‘আলাউদ্দিন আলীর চিকিৎসার ব্যাপারে প্রধানমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা প্রকাশ করেছেন। তিনি আমার হাতে সঞ্চয়পত্র তুলে দিয়েছেন। এখান থেকে প্রতি মাসে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা তার (আলাউদ্দিন আলীর) চিকিৎসায় ব্যয় করা হবে। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই।’

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন আলাউদ্দিন আলী। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। আলাউদ্দিন আলী দীর্ঘদিন ধরে রক্তচাপ ও ফুসফুসের সংক্রমণসহ একাধিক রোগে আক্রান্ত।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads