• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ঘোষণার এক বছর পর কক্সবাজারে জোলি

ঘোষণার এক বছর পর কক্সবাজারে জোলি

ছবি : বাংলাদেশের খবর

আনন্দ বিনোদন

ঘোষণার এক বছর পর কক্সবাজারে জোলি

  • মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

কক্সবাজারের টেকনাফ চাকমারকুল রোহিঙ্গা এবং উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন হলিউড অভিনেত্রী ও জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি। গতকাল সোমবার দুপুর ১টা ৮ মিনিটের দিকে মেরিন ড্রাইভে করে তিনি রোহিঙ্গা শিবিরে পৌঁছান। তবে এই ক্যাম্পে কোনো সংবাদকর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।

ক্যাম্পের মাঝি আবদুল শুক্কুর প্রতিবেদককে জানান, বেশ কয়েকটি গাড়ি আর বিপুলসংখ্যক পুলিশসহ আমেরিকার একজন অভিনেত্রী আমাদের ক্যাম্পে এসেছিলেন। তবে সেখানে আমাদের কাউকে যেতে দেওয়া হয়নি। তারা ২০-২৫ মিনিটের মতো সেখানে ছিলেন, পরে আবার চলে গেছেন।

কক্সবাজার বিমানবন্দরের ম্যানেজার সাইদুজ্জামান জানান, ৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের একটি বিমানে করে কয়েকজন সহযাত্রীসহ হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি কক্সবাজার আসেন। পরে তাকে নিরাপত্তার মধ্য দিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইউএনএইচসিআর কর্মকর্তা বলেন, বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলিকে বিশেষ ব্যবস্থাপনায় মেরিন ড্রাইভ সড়ক দিয়ে রোহিঙ্গা ক্যাম্প নেওয়া হয়। সেখানে তিনি কোনো সাংবাদিক বা গণমাধ্যমের সাথে কথা বলেননি। এ ছাড়া কক্সবাজারের তারকা হোটেল রয়েল টিউলিপে রাত যাপন এবং ৫ ফেব্রুয়ারি ঢাকা ফিরে গিয়ে একটি প্রেস ব্রিফিং করার কথা রয়েছে।

এর আগে, ২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমার বাহিনীর জাতিগত নিধনযজ্ঞ শুরু হওয়ার পর সংখ্যালঘু রোহিঙ্গারা দলে দলে প্রাণভয়ে কক্সবাজারে পালিয়ে আসতে থাকলে অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ঘোষণা দেন। তবে তার সফরসূচি চূড়ান্ত হতে এক বছরের বেশি সময় লেগে যায়।

অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে নিযুক্ত হন। এরপর থেকে তিনি মানবাধিকার লঙ্ঘনের শিকার মানুষ বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও যৌন নির্যাতনের প্রতিরোধে সোচ্চার ভূমিকা রাখছেন।

এর আগে গত বছরের ২১ মে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেন বলিউড অভিনেত্রী, সাবেক বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads