• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দেশের গানে অনুপমা মুক্তি

কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

দেশের গানে অনুপমা মুক্তি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

দীর্ঘদিন যাবত গান গেয়ে আসছেন শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী অনুপমা মুক্তি। এর মধ্যে একক অ্যালবাম যেমন প্রকাশ পেয়েছে, পাশাপাশি সিনেমায় গান গেয়েও তিনি প্রশংসা কুড়িয়েছেন। তবে সঙ্গীতজীবনের দীর্ঘদিনের পথচলায় এবারই প্রথম অনুপমা মুক্তি দেশের গান গাইতে যাচ্ছেন। তার স্বামী সঙ্গীতশিল্পী ও সঙ্গীতের শিক্ষক শরীফ রাজকুমারের সুর সঙ্গীতে এবং মিলন খানের কথায় ‘অন্তর আমার লাল সবুজের প্রান্তর’ গানে কণ্ঠ দেবেন অনুপমা মুক্তি।

শরীফ রাজকুমার জানান, এরই মধ্যে গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্টের কাজ শুরু হয়েছ। শিগগির গানটির রেকর্ডিং শেষে মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। আগামী স্বাধীনতা দিবসে গানটি প্রকাশের ইচ্ছে রয়েছে অনুপমা মুক্তির।

অনুপমা মুক্তি বলেন, ‘এর আগে রেডিও-টিভিতে বিভিন্ন অনুষ্ঠানে অনেক দেশের গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম নিজের একটি দেশের গান হতে যাচ্ছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ আমার স্বামী শরীফ রাজকুমারের কাছে। কারণ তারই ভীষণ আগ্রহে, অনুপ্রেরণায় আমার এ গানটি হতে যাচ্ছে। গানের কথা যেমন মন ছুঁয়ে যাওয়ার মতো, ঠিক তেমনি সুরও অসাধারণ। মনে হয়, আমার প্রথম দেশের গানটি বহুকাল থেকে যাওয়ার মতো একটি গান হচ্ছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’

এদিকে আজ যমুনা টিভির একটি অনুষ্ঠানে কবি আসাদ চৌধুরীর সঙ্গে রেকর্ডিংয়ে অংশ নেবেন অনুপমা মুক্তি। অনুষ্ঠানটি পহেলা ফাল্গুন উপলক্ষে যমুনা টিভিতে প্রচার হবে আগামী ১৩ ফেব্রুয়ারি। আগামীকাল ৮ ফেব্রুয়ারি তিনি বিমানবাহিনীর একটি অনুষ্ঠানে টাঙ্গাইলে স্টেজ শো’তে সঙ্গীত পরিবেশন করবেন। ৯ ফেব্রুয়ারি র্যাবের একটি অনুষ্ঠানে দুপুরে পোস্তগোলায় এবং রাতে ঢাকার শাহীন কলেজ অডিটোরিয়ামে বিমানবাহিনীর আরেকটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। ১০ ফেব্রুয়ারি আরটিভিতে প্রচার চলতি ‘এই রাত তোমার আমার’ অনুষ্ঠানের রেকর্ডিংয়ে অংশ নেবেন অনুপমা মুক্তি। এই অনুষ্ঠানের উপস্থাপকও তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads