• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮

আনন্দ বিনোদন

দেশের গান নিয়ে রাজা-রুবাইয়াত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাজ্যের লন্ডনে দীর্ঘদিন ধরে পেশাগতভাবে গানের সঙ্গে সম্পৃক্ত রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান। গেল সপ্তাহে তারা দুজন ঢাকা এসেছেন বেশ কিছুদিনের জন্য। রাজার জন্ম এবং বেড়ে ওঠা লন্ডনে এবং এবারই প্রথম তিনি বাংলাদেশ সফরে এসেছেন। রাজা কাশেফ একাধারে সঙ্গীতশিল্পী, মিউজিক কম্পোজার এবং মিউজিক অ্যারেঞ্জার। অন্যদিকে রুবাইয়াত একজন সঙ্গীতশিল্পী। দুজনই দেশে আসার পর প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের জন্য একটি গান গাইতে যাচ্ছেন, যা আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিটিভিতে প্রচার হবে।

গানের কথা হলো ‘তোমাকে ভালোবেসে আমি আছি আজো বেঁচে, তোমাকে বুকে পুষে আমি ঘুরি দেশে দেশে’। গানটি লিখেছেন দিলু নাসের। সুর ও সঙ্গীতায়োজন করেছেন রাজা কাশেফ।

রাজা কাশেফ ও রুবাইয়াত জাহান দুজনেই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটি নতুন করে আগামী ১১ ফেব্রুয়ারি বিটিভিতে ধারণ করা হবে বলে নিশ্চিত করেছেন রাজা রুবাইয়াত। বাংলাদেশে প্রথম আসা এবং প্রথম এসেই বিটিভিতে দেশের গান গাওয়া প্রসঙ্গে রাজা বলেন, ‘বিটিভির জন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশের গান গাইতে পারাটা আমার জন্য আমার সঙ্গীত জীবনের অনেক বড় একটি সম্মাননা হিসেবেই আমি বিবেচনা করছি। ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন ভাইকে। তার কারণেই আমি এবং রুবাইয়াত এই গানটি করতে পারছি বিটিভিতে।’

রুবাইয়াত বলেন, ‘এটা আমার জন্য অনেক অনেক আনন্দের বিষয়। কারণ, দেশে এসেই আমি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য বিটিভিতে একটি গান করতে পারছি। সত্যিই ভীষণ ভালো লাগছে আমার। নিজের দেশে ফিরে দেশের গান গাইতে পারার মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে। আমি ভীষণ কৃতজ্ঞ বিটিভি কর্তৃপক্ষের কাছে।’

রাজা কাশেফের সুর-সঙ্গীতে লন্ডনে আদনান সামি, অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়াল, মোহাম্মদ আজিজসহ লন্ডনের অনেক শিল্পীই গান গেয়েছেন। শুধু তাই নয়, রাজা নিজেও অলকা ইয়াগনিক, অনুরাধা পাড়োয়ালের সঙ্গে গান গেয়েছেন।

রুবাইয়াত দীর্ঘ ১৫ বছর ধরে লন্ডনে সঙ্গীত পরিবেশন করে আসছেন। উল্লেখ্য, আজ থেকে দুই বছর আগে লন্ডনে পার্লামেন্টে রুনা লায়লার পঞ্চাশ বছর উদযাপন অনুষ্ঠানে রাজা রুবাইয়াতের দেশের গানটি প্রথম শ্রোতা-দর্শক উপভোগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads