• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

বইয়ের প্রচারণায় শিশুদের স্কুলে শানু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

এবারের একুশে গ্রন্থমেলায় লাক্স তারকা শানারেই দেবী শানু’র লেখা দুটি বই প্রকাশিত হয়েছে। একটি তার প্রথম উপন্যাস এবং অন্যটি শিশুদের গল্পের বই। শিশুদের গল্পের বইটির নাম ‘শানারেই ও তার জাদুর লেইত্রেং’। শিশুতোষ বইটি অনন্যা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। গতকাল সকাল ১১টায় রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরে অবস্থিত ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজে তিনি প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে শিশুদের জন্য লেখা প্রথম বইটি নিয়ে উপস্থিত হন। ছোট ছোট শিক্ষার্থীরা যেন বইটি পড়তে আগ্রহ বোধ করে সে জন্যই তিনি তাদের মধ্যে উপস্থিত হয়ে বইটি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন।

শিক্ষার্থীদের কাছে যাওয়ার আগে শানু স্কুলটির চেয়ারম্যান ড. মো. আবু জাফরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি ভাই ভাইস প্রিন্সিপাল মো. হামিদুল হক ও ডিরেক্টর-অ্যাডমিন মো. মুজিবুর রহমানকে সঙ্গে নিয়ে শ্রেণী কক্ষে প্রবেশ করেন।

শানু শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের মতো আমারও একজন সন্তান আছে। তোমরা সবাই আমার সন্তানের মতো। তোমাদের জন্যই আমি একটি মজার গল্পের বই লিখেছি। তোমরা বইটি পড়বে, আমার বিশ্বাস তোমাদের বইটি নিশ্চয়ই ভালোলাগবে এবং জীবন চলার পথে কাজেও লাগবে।’

শিক্ষার্থীদের সঙ্গে কিছুটা সময় কাটানোর পর শানু স্কুল কর্তৃপক্ষকে কয়েকটি বই উপহার দেন। গতকাল যেহেতু ভালোবাসা দিবস ছিল তাই মেলায় যাওয়ারও তাড়া ছিল তার। তাই ওয়াইড ভিশন স্কুলে শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটিয়ে শানু সরাসরি চলে যান বই মেলায়। মেলার শুরুতেই বইমেলায় প্রকাশিত হয় শানুর উপন্যাস ‘একলা আকাশ’। এই বইটি প্রকাশ করেছে ‘তাম্রলিপি’।

এদিকে বইমেলায় প্রতিদিন সময় দিলেও শুটিং থাকলে শুটিংও করছেন তিনি। শানু অভিনীত প্রথম সিনেমা ‘মিস্টার বাংলাদেশ’ এ তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। লাক্স চ্যানেল আই সুপারস্টার ২০০৫-এর চ্যাম্পিয়ন শানু। তার প্রথম কাব্যগ্রন্থ ‘নীল ফড়িং কাব্য’। এরপর কাব্যগ্রন্থ ‘লাল এপিটাফ’,‘ ত্রিভুজ’ ও ‘অসময়ের চিরকুট’ও প্রকাশিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads