• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সুহাসিনী ঈশানা

মৌনতা খান ঈশানা

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

সুহাসিনী ঈশানা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ ফেব্রুয়ারি ২০১৯

মৌনতা খান ঈশানা। চলমান সময়ের টিভি নাটকের ব্যস্ত ও আলোচিত মুখ। লাক্স তারকা হয়ে মিডিয়ায় তার আগমন। নাটক ছাড়াও মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেন তিনি। সম্প্রতি চলচ্চিত্র ও ওয়েব সিরিজেও কাজ শুরু করেছেন লাস্যময়ী এ অভিনেত্রী। অভিনয়ের পাশাপাশি নাচও করেন তিনি। সুন্দর ও সাবলীল অভিনয় আর কথা বলার নিজস্ব ভঙ্গিমা দিয়ে ক্রমেই যেন দর্শকের মনে শক্ত একটা অবস্থান তৈরি করে নিচ্ছেন ঈশানা। বতর্মানে ঈশানা এতই ব্যস্ত যে, নাটকে কাজ করছেন, হাতের আঙুলে গুনেও শেষ করতে পারছেন না সেগুলোর সঠিক হিসাব।

গত বছর মীর সাব্বিরের পরিচালনায় ‘নোয়াশাল’, সৈয়দ শাকিলের ‘উল্টো স্রোত’, দেওয়ান নাজমুলের ‘সুয়োরানী দুয়োরানী’, এফ জামান তাপসের ‘নিউটনের তৃতীয় সূত্র’ ধারাবাহিক নাটকগুলো দিয়ে তিনি গত বছর বেশ আলোচনায় ছিলেন। প্রতিটি নাটকে নিজেকে আবিষ্কার করেন ভিন্ন ভিন্ন চরিত্রে। চলতি বছরেও কাজ করছেন কয়েকটি ধারাবাহিকে, খণ্ড নাটক ও ওয়েব সিরিজে। এর মধ্যে ফেরদৌস হাসানের পরিচালনায় অভিনয় করছেন ‘এক পা দুই পা’ ও মেগা সিরিয়াল ‘খল নায়ক’-এ। জুনায়েদ হোসেন ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় এবং ফিরোজ কবীর ডলারের পরিচালনায় ‘খল নায়ক’ নাটকে তিনি অভিনয় করেছেন মেঘ চরিত্রে। যে চরিত্রটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে।

নাটকটি নিয়ে ঈশানা বলেন, ‘গল্প ও চরিত্র ভালো লাগার কারণেই ‘খল নায়ক’ নাটকে অভিনয় করা। নাটকের নির্মাণ সময়োপযোগী, এমন কথাও শুনেছি অনেকের কাছে। ভালো লাগার আরেকটি কারণ এই নাটকের অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাদের কাছে কিছু না কিছু শিখতেও পারছি। যা আগামীতে আমার ক্যারিয়ারে কাজে দেবে। নির্মাতা ফিরোজ কবীর ডলারের সঙ্গে আগেও কাজ করেছি। সঙ্গত কারণেই তার সঙ্গে কাজের রসায়নটা ভালো।’

ধারাবাহিক ও খণ্ড নাটক দুটোতেই কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করলেও ঈশানা বছরের বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন ধারাবাহিক নাটকেই।

অভিনয়ের ক্ষেত্রে গল্প ও চরিত্র পছন্দসই না হলে কাজ করেন না এ অভিনেত্রী। সব সময় একই ধরনের চরিত্রে অভিনয় না করে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়কেই প্রাধান্য দেন তিনি। ঈশানা বলেন, ‘অভিনয়ের জন্য সবার আগে চাই ভালো গল্প। অবশ্যই তা মৌলিক গল্প হতে হবে। অভিনয়ে নিজেকে ভাঙা যাবে, এমনই চরিত্র গুরুত্ব দিয়ে দেখি। সত্যি বলতে, আমি চ্যালেঞ্জিং চরিত্র খুঁজি। যে কাজটি দেখে দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবে।’

বতর্মানে নাটকে শুটিংয়ের ক্ষেত্রে কম সময়ে বেশি কাজের প্রবণতা শুরু হয়েছে। কম সময়ে বেশি কাজ নিয়ে ঈশানা বলেন, ‘কম সময়ে বেশি কাজ হলে সেটা ভালো হয় না। ছয় দিনে পাঁচটি নাটকে শুটিং করেছি। প্রত্যেকটি নাটকেরই গল্প সুন্দর। তবে যেহেতু সময় কম ছিল তাই আমাকে অনেক চাপের মধ্য দিয়ে কাজ করতে হয়েছে। যে কারণে অভিনয়ে পূর্ণ মনোযোগ দেওয়া কঠিন ছিল। কিন্তু তারপরও আমি চেষ্টা করেছি প্রত্যেকটি চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলতে। নিমার্তারাও আমাকে সহযোগিতা করেছেন যার যার অবস্থান থেকে।’

নতুন বছরে এখনো বিজ্ঞাপনে কাজ না করলেও গত বছর কোহিনূর কেমিক্যাল লিমিটেডের (তিব্বত) এ বিজ্ঞাপনে দেখা গেছে ঈশানাকে। এতে তার সঙ্গে ছিলেন টিভি নাটকের গুণী অভিনেত্রী সাবেরি আলম। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। এ ছাড়া গত বছরে মুক্তি পেয়েছে ওয়েব সিনেমা ‘জনি পিটার’। আহমেদ জিহাদ পরিচালিত এই ওয়েব সিনেমাটি প্রচারের পর প্রশংসা পায় ঈশানার অভিনয়। সম্প্রতি ঈশানা অভিনয় করেন ‘মিড নাইট ক্লাব’ নামের একটি ওয়েব সিরিজে।

এর আগে গোয়েন্দা ওয়েব সিরিজ ‘ডিটেকটিভ লাভলু মিয়া’র নতুন গল্প ‘সিরিয়াল কিলার’-এ কাজ করেছেন ঈশানা। সাকিব রায়হান পরিচালিত এ ওয়েব সিরিজটিতে তিনি অভিনয় করেছেন ডিবি পুলিশের চরিত্রে। এতে তার সহশিল্পী ছিলেন কল্যাণ কোরাইয়া। বতর্মান সময়ের ওয়েব সিরিজের জোয়ার নিয়ে তিনি বলেন, ‘এই মাধ্যমের এখন চাহিদা দিন দিন বাড়ছে। এটাকে আমি ইতিবাচক হিসেবেই দেখিছি। এতে কাজের অনেক সুবিধা আছে। নির্মাতারা নিজেদের মতো করে কাজ করতে পারেন। অনেক বড় বড় অভিনয় শিল্পীরাও এতে কাজ করছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads