• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু

চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

চলে গেলেন চলচ্চিত্র ব্যক্তিত্ব মুহম্মদ খসরু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২০ ফেব্রুয়ারি ২০১৯

দেশি সুস্থ চলচ্চিত্র আন্দোলনের পথিকৃৎ মুহম্মদ খসরু (৭২) আর নেই। গতকাল মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে (বারডেম) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মুহম্মদ খসরু শ্বাসকষ্টসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশের সুস্থ চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পুরোধা মুহম্মদ খসরুর জন্ম ভারতের হুগলি জেলায়। তার পৈতৃক বাড়ি ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুরে। তার বাবা হুগলি জুট মিলের কর্মকর্তা ছিলেন। সেই সূত্রে তারা থাকতেন হুগলিতে। সাম্প্রদায়িক দাঙ্গার কারণে পঞ্চাশের দশকে তারা ঢাকায় চলে আসেন।

ষাটের দশকের শুরু থেকে সৎ, শুদ্ধ ও নির্মল চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করা, সেগুলো নিয়ে আলোচনা-সমালোচনা করা, চলচ্চিত্রবিষয়ক পত্রিকা প্রকাশ ও প্রচার, রুচিবান দর্শক তৈরি করার যে চেষ্টার সূত্রপাত হয়েছিল বাংলায়; মুহম্মদ খসরু গত প্রায় অর্ধশত বছর সেই ধারাবাহিকতা ধরে রেখেছিলেন।

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় পত্রিকা ‘ধ্রুপদী’ ও ‘চলচ্চিত্র’-এর সম্পাদক ছিলেন তিনি। এছাড়া তিনি বেশ কয়েকটি বইও লিখেছেন। প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও অভিনেতা রাজেন তরফদারের বিখ্যাত চলচ্চিত্র ‘পালঙ্ক’-এ খসরু সহকারী পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। সত্তরের দশকের প্রথমার্ধে তিনি অন্যতম চলচ্চিত্র ব্যক্তিত্ব ঋত্বিক ঘটকের অনবদ্য ও বিশ্লেষণধর্মী একটি সাক্ষাৎকার নিয়েছিলেন, যা ধ্রুপদী পত্রিকায় প্রকাশিত হয়। পরে এই সাক্ষাৎকারটি এতটাই সাড়া ফেলেছিল যে, উপমহাদেশের বিভিন্ন পত্রিকায় বার বার মুদ্রিত হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads