• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
অস্কারের সেরা চলচ্চিত্র

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এবং মর্যাদাসম্পন্ন সম্মাননা অস্কারের জন্য মনোনিত ‘গ্রিন বুক’ ছবির দৃশ্য

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

অস্কারের সেরা চলচ্চিত্র

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি ২০১৯

বছর ঘুরে আবারো ঘনিয়ে এলো সেই সময়। আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বসতে যাচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় এবং মর্যাদাসম্পন্ন সম্মাননা অস্কারের আসর। আজ থাকছে মনোনয়নপ্রাপ্ত সেরা ছবির সাতসতেরো। এবারের অস্কারে সেরা ছবির বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’, ‘রোমা’, ‘দ্য ফেভারিট’, ‘আ স্টার ইজ বর্ন’, ‘ভাইস’, ‘গ্রিন বুক’ ‘ব্ল্যাকক্লানসম্যান’, ‘বোহেমিয়ান র্যাপসোডি’।

ব্ল্যাক প্যান্থার : হলিউডে সুপারহিরোভিত্তিক ছবিগুলো ব্যবসাসফল হলেও কখনোই অস্কারের জন্য মনোনীত হয়নি সুপারহিরোরা। কিন্তু এবারের ইতিহাস ভিন্ন। হলিউডে প্রথমবারের মতো পা রেখেছিল কৃষ্ণাঙ্গ সুপারহিরো। আর তাতেই বাজিমাত। নতুন করে ইতিহাস গড়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। শুধু সেরা ছবির মনোনয়নই নয়, ৯১তম অস্কারের সবচেয়ে বেশি মনোনয়ন দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’। ছবিটি মনোনয়ন পেয়েছে সাতটি বিভাগে। সেরা চলচ্চিত্র ছাড়াও মৌলিক গান, মৌলিক সুর, শব্দ মিশ্রণ, শব্দ সম্পাদনা, পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনা বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক প্যান্থার’।

রোমা : স্প্যানিস ভাষার সিনেমা ‘রোমা’। ড্রামা ঘরানার এই ছবিটি একই সঙ্গে মনোনয়ন পেয়েছে সেরা ছবি ও বিদেশি ভাষার সেরা ছবির বিভাগে। মেক্সিকো থেকে অংশ নেওয়া নেটফ্লিক্সের এই ছবিটি অস্কারে মোট দশটি বিভাগে পেয়েছে মনোনয়ন। ‘রোমা’র জন্য সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পেয়েছেন মেক্সিকোর আলফনসো কুয়ারন। গত ছয় বছরে অস্কারে চারবার মেক্সিকান নির্মাতারা সেরা পরিচালক বিভাগে শেষ হাসি হেসেছেন। এবারের ছবিতে নিজের বেড়ে ওঠা ও পরিবারের গৃহকর্মীর জীবনকে তুলে ধরেছেন তিনি। ‘রোমা’র সুবাদে সেরা চিত্রগ্রাহক আর সেরা চিত্রনাট্য শাখার মনোনয়নও পেয়েছেন তিনি। সেরা চলচ্চিত্র বিভাগে প্রযোজক হিসেবেও মনোনীত কুয়ারন। এ ছবিতে অভিনয় করে মেক্সিকান অভিনেত্রী অ্যালিতজা আপারেসিও মার্টিনেজ সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন।

দ্য ফেভারিট : জীবন ঘনিষ্ঠ কমেডি ঘরানার সিনেমা ‘দ্য ফেভারিট’ও পেয়েছে ১০টি বিভাগের মনোনয়ন। ‘দ্য ফেভারিট’ ছবিতে অষ্টাদশ শতকের ব্রিটিশ রানি অ্যান চরিত্রে অভিনয়ের জন্য অলিভিয়া কোলম্যান সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। একই ছবির অন্য দুই তারকা র্যাচেল ভাইস ও এমা স্টোন সেরা পার্শ্ব অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।

আ স্টার ইজ বর্ন : দ্বিতীয় সর্বাধিক আটটি করে মনোনয়ন পেয়েছে ‘আ স্টার ইজ বর্ন’। ছবিটির জন্য ব্র্যাডলি কুপার ও লেডি গাগা যথাক্রমে সেরা অভিনেতা-অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। একই ছবিতে ব্যবহূত ‘শ্যালো’র সুবাদে সেরা মৌলিক গান বিভাগেও মনোনয়ন পেয়েছেন গাগা। ব্র্যাডলি কুপার পরিচালিত মিউজিক্যাল ড্রামা ‘আ স্টার ইজ বর্ন’। কুপার প্রধানত অভিনেতা।

ভাইস : ‘ভাইস’ ছবিটি দ্বিতীয় সর্বোচ্চ ৮টি করে মনোনয়ন পেয়েছে। ক্রিশ্চিয়ান বেল ‘ভাইস’ ছবিতে যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি চরিত্রের জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনীত হয়েছেন।

গ্রিন বুক : ‘গ্রিন বুক’ পাঁচটি মনোনয়ন পেয়েছে। অভিনয়ের জন্য সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন ‘গ্রিন বুক’ তারকা ভিগো মর্টেনসেন। কৃষ্ণাঙ্গ পিয়ানো বাদক ও শ্বেতাঙ্গ গাড়িচালকের মধ্যকার বন্ধুত্বকে ঘিরে ষাটের দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। এতে পিয়ানো বাদক চরিত্রে অভিনয়ের সুবাদে সেরা পার্শ্ব অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন মাহেরশালা আলি।

এ ছাড়া ‘ব্ল্যাকক্লানসম্যান’ ছবিটি ছয়টি বিভাগে মনোনয়ন পেয়েছে। পাঁচটি করে মনোনয়ন পেয়েছে ‘বোহেমিয়ান র্যাপসোডি’ ছবিটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads