• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত নন্দিতা

কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত নন্দিতা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০১ মার্চ ২০১৯

ছোটবেলা থেকেই গান গাওয়ার প্রতি আসক্তি ছিল এই সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতার। তবে পেশাগতভাবে একজন সঙ্গীতশিল্পী হিসেবে যাত্রা শুরুর পর এবারই প্রথম নন্দিতা কোনো অ্যাওয়ার্ডে ভূষিত হলেন। গেল ২৬ ফেব্রুয়ারি আরটিভি স্টার অ্যাওয়ার্ডের অষ্টম আসরে সঙ্গীতের পপুলার চয়েজ ক্যাটাগরিতে ২০১৮ সালের শ্রেষ্ঠ সঙ্গীতশিল্পী হিসেবে পুরস্কৃত হন নন্দিতা।

এই অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘আমার বিশ্বাসই হয়নি আমি এই অ্যাওয়ার্ড পাব। কারণ আমার চেয়ে অনেক গুণী শিল্পীরা মনোনয়ন পেয়েছিলেন। যারা জুরি বোর্ডে ছিলেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। দর্শক-শ্রোতাদের প্রতিও আমি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আরো ভালো ভালো গান শ্রোতা-দর্শককে উপহার দিতে পারি।’

এদিকে সেলন মিউজিক লাউঞ্জে নন্দিতার গাওয়া নতুন গান প্রকাশিত হয়েছে। এবার তিনি আরতি মুখার্জির গাওয়া ‘ওগো মনের দুয়ারে দাঁড়িয়ে থেকো না’ গানটি গেয়েছেন। এরই মধ্যে গানটির জন্য নন্দিতা বেশ প্রশংসিত হয়েছেন।

গানটির জন্য সাড়া পাওয়া প্রসঙ্গে নন্দিতা বলেন, ‘শ্রদ্ধেয় আরতি মুখার্জির এই গানটি পরবর্তীতে খুব কমই কাভার করা হয়েছে। খুব কঠিন একটি গান। যারা সত্যিকার অর্থে গান বোঝেন তারা আমার এই গানটিতে গায়কীর প্রশংসা করছেন। সবাই বেশ উৎসাহ দিচ্ছেন। তাতেই সন্তুষ্ট আমি।’

এর আগে নন্দিতা সেলন মিউজিক লাউঞ্জে আরতি মুখার্জিরই ‘এক বৈশাখে দেখা হলো দুজনার’ গানটি গেয়েছিলেন। এদিকে আগামী ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন নন্দিতা।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার একটি গানে কণ্ঠ দিয়েছেন নন্দিতা। এর আগেও তিনি একই পরিচালকের ‘হালদা’ সিনেমায় প্লে-ব্যাক করেছিলেন।

নন্দিতা জানান, চলতি বছর তিনি ২-৩টি নতুন মৌলিক গান শ্রোতা-দর্শককে উপহার দেবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads