• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

আজাদ-সালওয়ার ‘রাজকন্যা’

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ১২ মার্চ ২০১৯

এ কে আজাদ বগুড়া শহরের ফাপর ইউনিয়নের চকদুর্গা গ্রামের ছেলে। অন্যদিকে ‘মিস বাংলাদেশ’ খ্যাত সালওয়ার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। বাংলাদেশের বিখ্যাত দুই এলাকার দু’জন প্রথম একসঙ্গে একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। রাজু চৌধুরী পরিচালিত ‘রাজকন্যা’ সিনেমায় আজাদ ও সালওয়া অভিনয়ের জন্য এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে সিলেটের মনোরম লোকশনে ‘রাজকন্যা’ সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। ‘রাজকন্যা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন সালওয়া। আজাদ সালওয়া, দু’জনেরই জীবনের প্রথম সিনেমা ‘রাজকন্যা’। তাই দু’জনেই নিজেদের প্রথম সিনেমা নিয়ে দারুণ উচ্ছ্বসিত। আবদুল বাসেত ও মর্জিনা বেগম দম্পতির ছোট সন্তান আজাদ ২০১৪ সালে ‘ইমামী ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’-এ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই সিনেমায় নিজেকে অভিষেকের অপেক্ষায় ছিলেন অধীর আগ্রহ নিয়ে। অবশেষে প্রায় পাঁচ বছর পর সেই স্বপ্ন পূরণে এগিয়ে এলেন রাজু চৌধুরী। অন্যদিকে সিনেমায় কাজ করার স্বপ্ন বুকে নিয়ে খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি রাজকন্যা সালওয়া’কে।

নিজের জীবনের প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে আজাদ বলেন, ‘রাজু ভাই একজন ব্যবসা সফল অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক। প্রথম সিনেমাতেই তার নির্দেশনায় কাজ করতে যাচ্ছি, এটা আমার জন্য সত্যিই অনেক বড় পাওয়া। সঙ্গে সালওয়া আছে, সবকিছু মিলিয়ে আশা করছি খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে। আমি রাজকন্যায় ডুবে আছি এখন। আপাতত এর বাইরে অন্য কোনো ভাবনা নেই।’

এদিকে নিজের প্রথম সিনেমার শুটিং সিলেট হতে যাচ্ছে জেনে দারুণ উচ্ছ্বসিত সালওয়া। সালওয়া বলেন, ‘ধন্যবাদ রাজু ভাইকে তিনি আমাকে অনেক বড় একটি সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আমি ভীষণ উচ্ছ্বসিত এ কারণেই যে নিজের প্রথম সিনেমার শুটিং হতে যাচ্ছে নিজের হোম টাউনে অর্থাৎ সিলেটে। কেন জানি মনে হচ্ছে শুরুটা যেহেতু সিলেটে হচ্ছে তাই পুরো সিনেমাটিই অনেক ভালো হবে। সিনেমাতে চুক্তির পর থেকেই সবার কাছ থেকে আমি বেশ ভালো সাড়া পাচ্ছি।’

আজাদ অভিনীত প্রথম নাটক অরুণ চৌধুরীর ‘এই বাড়ি আমাদের’। তাহসানের ‘মন কারিগর’ গানে এর আগে মডেল হিসেবে কাজ করেছিলেন সালওয়া। সালওয়ার বাবা রফিকুল ইসলাম পরিকল্পনা মন্ত্রণালয়ে জয়েন্ট সেক্রেটারি হিসেবে কর্মরত, মা শাহিনী আক্তার চৌধুরী। দুই বোনের মধ্যে তিনি ছোট। আজাদ অভিনীত দর্শকনন্দিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বেস্টফ্রেন্ড’, ‘জাল’, ‘জল বউ’।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads