• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আসছে মাদার তেরেসার বায়োপিক

মাদার তেরেসা

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

আসছে মাদার তেরেসার বায়োপিক

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৯

মাদার তেরেসাকে নিয়ে একটি বায়োপিক তৈরি হচ্ছে। বায়োপিকটি পরিচালনা করছেন সীমা উপাধ্যায়। তিনিই ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন নীতিন মনমোহন, প্রদীপ শর্মা এবং গিরিশ জোহর। জানা গেছে, ছবিতে ভারতীয় শিল্পীদের পাশাপাশি হলিউডেরও কয়েকজন শিল্পী অভিনয় করবেন।

মাদার তেরেসাকে নিয়ে সিনেমা তৈরি করতে পেরে আনন্দিত প্রযোজকরা। তারা জানিয়েছেন, তেরেসা চ্যারিটি মিশনারিগুলোর বর্তমান প্রধান সিস্টার প্রেমা ম্যারি পাইরিকের সঙ্গে তারা দেখা করেছেন। কাজ শুরুর আগে তার আশীর্বাদ এবং সমর্থন নিয়েছে ছবির টিম। পৃথিবীর বেশ কয়েকটি দেশে ছবিটির শুটিং হবে। মাদার তেরেসার জন্মস্থান এবং প্যারিস, আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ ঘুরে ছবির শুটিং করা হবে কলকাতায়। ছবিটি ২০২০ সালে মুক্তি পাবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads