• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সৌদের নির্দেশনায় বিটিভির ধারাবাহিকে তারা

সৌদ'র নির্দেশনায় বিটিভির ধারাবাহিকে তারা

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

সৌদের নির্দেশনায় বিটিভির ধারাবাহিকে তারা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ মার্চ ২০১৯

অনেকেই ভেবেছিলেন জাতীয় সংসদ সদস্য হওয়ার পর হয়তো অভিনয়ে সুবর্ণা মুস্তাফা খুব বেশি সময় দিতে পারবেন না। কিন্তু সুবর্ণা মুস্তাফা কথা দিয়েছিলেন তিনি ভালো স্ক্রিপ্ট পেলে ঠিকই সময় বের করে অভিনয় করবেন। সুবর্ণা মুস্তাফা কথা রেখেছেন। টানা কয়েক দিন সংসদ অধিবেশনে অংশ নেওয়ার পর গেল ১৩ মার্চ থেকে তিনি আবারো অভিনয়ে ফিরেছেন। বাংলাদেশ টেলিভিশনে এপ্রিল মাস থেকে প্রচারের লক্ষ্যে বদরুল আনাম সৌদ তার নিজের রচনায় নির্মাণ করছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘লুকোচুরি লুকোচুরি গল্প’।

এই নাটকে দম্পতির ভূমিকায় অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা ও আজাদ আবুল কালাম। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করছেন নীলাঞ্জনা নীলা।

নির্মাতা ও রচয়িতা বদরুল আনাম সৌদ জানান, ‘লুকোচুরি লুকোচুরি গল্প’ সম্পূর্ণ বিনোদনধর্মী নাটক। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আমি সব সময়ই সবকিছুর একটা রুটিন করে চলতে পারি। যে কারণে সাধারণত কখনোই কোনো কাজে আমার সমস্যা হয় না। যেহেতু অভিনয়ই করতে হয় আমাকে, তাই আমার চেষ্টা থাকবে ভালো গল্প পেলে, চরিত্র পেলে, রুটিন করে অভিনয় করা। সৌদের এ নাটকে ঠিক তেমনি রুটিন করেই অভিনয় করছি। তাছাড়া আগামী দুই মাস যেহেতু সংসদ অধিবেশন নেই, তাই বেশ অনায়াসেই অভিনয় করতে পারব। আবার যখন সংসদ অধিবেশন শুরু হবে তখন পরিকল্পনা করেই কাজ করব। লুকোচুরি লুকোচুরি গল্প একটি হালকা মেজাজের গল্পের নাটক। সত্যি বলতে কী, সব নাটকই দর্শকের বিনোদনের জন্য নির্মিত হয়।’

নাটকে অভিনয় প্রসঙ্গে আজাদ আবুল কালাম বলেন, ‘প্রায় চার বছর পর সৌদের নির্দেশনায় কাজ করছি। খুব ভালো একটি কাজ হচ্ছে। গল্পটা খুবই মজার। সুবর্ণা আপার সঙ্গেও অনেক দিন পর কাজ করছি। সব মিলিয়ে ধারাবাহিকটিতে অভিনয় করাটাও বেশ উপভোগ করছি আমি। গল্পটা দর্শক টানবে এটা নিশ্চিত।’

নীলাঞ্জনা নীলা বলেন, ‘বিটিভির নাটকে আমি প্রথম কাজ করছি। আমার অনেকটা সময় কেটেছে রামপুরায়। সেখানে থাকার সময় বিটিভির সামনে দিয়ে যাওয়ার সময় আমি উঁকি-ঝুকি দিতাম। সেই আমিই এখন বিটিভিতে বেশ আরামের মধ্য দিয়ে শুটিং করছি। এটা সত্যিই এক অন্যরকম ভালোলাগা।’

উল্লেখ্য, এই ধারাবাহিকে আরো অভিনয় করছেন ইন্তেখাব দিনার, জিতু আহসান, দীপা খন্দকার, শাহাদাৎ হোসেনসহ অনেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads