• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
পরিবর্তনের ৩৩তম পর্ব আজ

পরিবর্তনের ৩৩তম পর্ব আজ

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

পরিবর্তনের ৩৩তম পর্ব আজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ মার্চ ২০১৯

বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’-এর ৩৩তম পর্ব প্রচার হবে আজ ১৭ মার্চ রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এবারের পরিবর্তন সাজানো হয়েছে মোট ১৮টি পরিবেশনা দিয়ে। মার্চ মাস স্বাধীনতার মাস বিধায় বিভিন্ন সেগমেন্টে অন্যান্য বিষয়ের সঙ্গে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা, ইত্যাদি বিষয়ক কথাবার্তা প্রাধান্য পেয়েছে। 

পরিবর্তনের এবারের পর্বের জন্য তৈরি করা হয়েছে ৩টি নতুন গান। সুজন আরিফের সুর ও সঙ্গীত পরিচালনায় একটি গান গাইবেন এ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিন্দু কণা।

মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবদান ও তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গীতিকবি আবদুল মোতালেবের কথায় বাসুদেব ঘোষের সুর ও সঙ্গীতে একটি গান গাইবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী দিনাত জাহান মুন্নি।

প্রিয় জন্মভূমি বাংলাদেশের অপার সৌন্দর্য ও অগ্রযাত্রা বিষয়কে প্রাধান্য দিয়ে গীতিকবি জাহিদ আকবরের লেখা সুজন আরিফের সুর ও সঙ্গীত পরিচালনায় আরেকটি গান গাইবেন এই প্রজন্মে ও চারজন প্রতিশ্রুতিশীল শিল্পী শামীম হাসান, অন্তর রহমান, বন্যা তালুকদার এবং চিত্রা। ফাহমিদা নবী ও আরফিন রুমির গাওয়া দুটি দেশাত্মবোধক গানের অংশবিশেষের সঙ্গে সোহাগ ড্যান্স ট্রুপের সহশিল্পীদের নিয়ে ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পী সোহেল রহমান ও রুহানী সাল সাবিল লাবণ্য।

মিলনায়তনের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত তিনজন দর্শক নিয়ে রয়েছে দর্শক প্রতিযোগিতা পর্ব। এবারের প্রতিযোগিতার বিষয় ছিল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মাস মার্চ মাস বিষয়ক শব্দমালা নিয়ে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় পরিবর্তনের পরিকল্পনা গ্রন্থনা উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন আনজাম মাসুদ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads