• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভারতের বিজ্ঞাপন নির্মাণে আদনান আল রাজীব

ভারতের বিজ্ঞাপন নির্মাণে আদনান আল রাজীব

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

ভারতের বিজ্ঞাপন নির্মাণে আদনান আল রাজীব

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

বাংলাদেশে এই মুহূর্তে যে ক’জন তরুণ বিজ্ঞাপন নির্মাতা আছেন তাদের মধ্যে নিজের মেধা এবং ভিন্নধর্মী কাজ দিয়ে নিজেকে শীর্ষ একটি স্থানে নিয়ে এসেছেন আদনান আল রাজীব। বিজ্ঞাপন নির্মাণের কথা কোনো প্রতিষ্ঠানের ভাবনায় এলেই নির্মাতা হিসেবে তার নামটি প্রথম সারিতেই চলে আসে। আদনান আল রাজীব নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে আসতে অনেক শ্রম দিয়েছেন, ধৈর্য ধরে নিজের মেধা খাটিয়ে নিজের সর্বোচ্চটি দিয়ে কাজ করে গেছেন। যে কারণে বিজ্ঞাপন নির্মাণ করেই আদনান দেশ বিদেশ থেকে হয়েছেন পুরস্কৃত। বাংলাদেশের জন্য এটি নিঃসন্দেহে এটি অত্যন্ত গর্বের বিষয় যে আদনান দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরের প্রতিষ্ঠানের বা পণ্যেরও বিজ্ঞাপন নির্মাণ করছেন। গত ১৮ মার্চ থেকে তিনি ভারতের মুম্বাইতে ১৯৯৪ সালে ভারতে প্রতিষ্ঠিত ‘আইসিআইসিআই ব্যাংক’র বিজ্ঞাপন নির্মাণ করছেন।

বিজ্ঞাপনটি নির্মাণ করা প্রসঙ্গে ভারত থেকে মুঠোফোনে আদনান আল রাজীব তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘অনেক দিন থেকেই মুম্বাইয়ের কিছু প্রোডাকশন হাউজ কাজের প্রস্তাব দিচ্ছে, ঢাকায় কাজের চাপ থাকায় আর সময় না মেলায় করা হচ্ছিল না। এবার সময় আর সুযোগ একসাথেই মিলে গেছে, আর একই প্রোডাকশন হাউজের সাথে আমি আগেও একটা বিজ্ঞাপন করেছি মুম্বাইতেই। আইসিআইসিআই অনেক বড় এবং সুপ্রতিষ্ঠিত একটা ব্র্যান্ড, তাই আগ্রহ নিয়েই কাজটা করতে চেয়েছি। মুম্বাইয়ের মতো বড় একটা ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ আসাটা তো আনন্দের, আর ভালো লাগে নিজেকে দেশের বাইরে  রিপ্রেজেন্ট করতে, নিজেকে যাচাই করা যায় বিশাল এক পরিসরে।’

আদনান জানান বিজ্ঞাপনটি শিগগিরই ভারতের চ্যানেলগুলোতে প্রচারে আসবে। এর আগে আদনান ভারতের ‘এক্সপ্রেস মানি ট্রান্সফার’র বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads