• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আলোচনায় গোলাপী

সঙ্গীতশিল্পী কোহিনূর আক্তার গোলাপী

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

আলোচনায় গোলাপী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৯

এ সময়ের আলোচিত সঙ্গীতশিল্পী কোহিনূর আক্তার গোলাপী। তিনি মূলত কুষ্টিয়া অঞ্চলের লোকসঙ্গীত শিল্পী এবং লালনের গান পরিবেশন করেন। এরই মধ্যে লালনের গান নিয়ে ভারতের বিভিন্ন প্রদেশে সফর করেছেন। ভারতে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণেও গান পরিবেশন করেছেন তিনি। ভারতের তারা বাংলাসহ বিভিন্ন চ্যানেলে লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বাংলা একাডেমিতে অনুষ্ঠিত ঢাকা লিট ফেস্টেও তিনি একাধিকবার অংশ নিয়ে লালনগীতি পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছেন। গেয়েছেন প্রখ্যাত ব্যান্ড তারকা মাকসুদের সঙ্গেও। বাংলাভিশন, এনটিভিসহ দেশি চ্যানেলেও লাইভ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি।

ভারত সরকারের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার সাত দিনের সফরে বাংলাদেশ ত্যাগ করেছেন কোহিনূর আক্তার গোলাপী। ভারত সরকার আয়োজিত বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের প্রোগ্রামের আওতায় তিনি এ সফরের সুযোগ পেয়েছেন।

ইউনেস্কো কর্তৃক বাউল গানের আন্তর্জাতিক স্বীকৃতির জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি নির্মিত ৫০টি গানের একটি বাউল গানের সঙ্কলনে তিনটি গানে কণ্ঠ দিয়েছেন কোহিনূর আক্তার গোলাপী। সফরকালে অন্যান্য ডেলিগেশনের সঙ্গে তিনিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন। বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশনের সম্মানে সে দেশের এক অনুষ্ঠানে লালনসঙ্গীত পরিবেশন করবেন গোলাপী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads