• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ০৭ এপ্রিল ২০১৯

ঢাকাই সিনেমার কমেডি কিং টেলি সামাদ সবকিছুর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গতকাল শনিবার দুপুর দেড়টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই অভিনেতা। তার মৃত্যুর খবরে ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় এই মানুষটির মৃত্যু সংবাদ শুনে থমকে গেছেন অনেকেই। চলচ্চিত্র পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ব্যক্ত করেন মনের কষ্টগুলো। সঙ্কলন করেছেন সালেহীন বাবু

চিত্রনায়ক ফারুক

টেলি সামাদের মৃত্যুর খবর যখন পেলাম তখন দুপুরের খাবার খাচ্ছিলাম। খবরটি শোনার পরই নির্বাক হয়ে গেলাম। ‘গোলাপী এখন ট্রেনে’ সিনেমায় আমার সঙ্গে অভিনয় করেছেন টেলি সামাদ।

আসলে আমরা কি শুধুই এক সিনেমায় অভিনয় করেছি! আমার প্রাণের বন্ধু টেলি সামাদ। একে একে বন্ধু, প্রিয়জনরা হারিয়ে যাচ্ছে। এর মধ্যেই আমাদের সিনেমার অনেক গুণী মানুষকে হারিয়েছি। এবার টেলি সামাদও চলে গেল। খবরটা পেয়েই মনটা খারাপ হয়ে গেল। বন্ধু হারানোর বেদনা আসলে অনেক কঠিন।

 

চিত্রনায়ক রিয়াজ

অসম্ভব ভালো মানের একজন অভিনয়শিল্পী ছিলেন তিনি। সেই সঙ্গে তিনি ভালো গায়ক ছিলেন, পেইন্টার ছিলেন, খুব ভালো ছবি আঁকতেন। আপাদমস্তক শিল্পী বলতে যা বোঝায়, টেলি সামাদ ভাই সেটাই ছিলেন। তিনি আমাদের আইকন ছিলেন। তার সঙ্গে যে কটা সিনেমায় অভিনয় করেছি, প্রত্যেকটা ছবিতেই তার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি। কেউ তার শূন্যস্থান পূরণ করতে পারবে না।

 

চিত্রনায়িকা পপি

‘অভিনয়ের জন্য মন সব সময় টানে। কিন্তু বললেই তো আর ফিরতে পারি না। অনেক প্রস্তাব আসে কিন্তু শারীরিক অবস্থার কারণে করতে পারি না।

তবে আশা করি খুব শিগগিরই মাসখানেকের মধ্যে ফিরব। বাংলাদেশের মানুষের কাছে দোয়া চাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার অভিনয়ে ফিরতে পারি’- জীবনের শেষ দিকে গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এভাবেই বলছিলেন অভিনেতা টেলি সামাদ। নিয়তি তাকে আর অভিনয়ে ফিরতে দিল না। সবকিছুর মায়া কাটিয়ে কোনো কিছুতেই আর না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। এই প্রস্থান মেনে নিতে পারছি না।

 

চিত্রনায়ক ফেরদৌস

টিভি, চলচ্চিত্র ও মঞ্চে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং গানের জগতে টেলি সামাদের অবাধ বিচরণ ছিল। ‘মনা পাগলা’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। চার দশকের অভিনয় ক্যারিয়ারে টেলি সামাদ অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমায়। তিনি ছিলেন একজন কিংবদন্তি। তাকে হারিয়ে আমরা দেশের একজন গুণীকে হারালাম।

 

চিত্রনায়িকা মাহিয়া মাহি

তিনি কোন ক্ষেত্রে ছিলেন না? সবখানেই তিনি সফল। এমনকি গানের জগতেও তার অবাধ বিচরণ। ‘মনা পাগলা’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তিনি। অভিনয় করেছেন ৬ শতাধিক সিনেমাতে। একজন অভিনেতার কতটুকু গ্রহণযোগ্যতা থাকলে তিনি এত জনপ্রিয় হতে পারেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads