• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

নন্দিতার কণ্ঠে সাবিনা ইয়াসমীনের গান

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ এপ্রিল ২০১৯

বরেণ্য সুরকার, সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলীর সুরে ও আবু ওমরাহ মো. ফখরুদ্দিনের লেখা ‘ও আমার বাংলা মা তোর’ গানটি সাবিনা ইয়াসমীনের কণ্ঠের অন্যতম একটি জনপ্রিয় দেশের গান। দেশকে নিয়ে দেশের এই গানটি সাবিনা ইয়াসমীনের পর অনেক শিল্পীই বিভিন্ন চ্যানেলে, স্টেজ শোতে গেয়েছেন। কিন্তু সাবিনা ইয়াসমীনের গায়কিতে যে আবেগ, দরদ আর মাধুর্যতা শ্রোতারা পেয়েছিলেন তা অন্য শিল্পীদের ক্ষেত্রে খুব কমই পাওয়া গেছে। অবশেষে সাবিনা ইয়াসমীনের গাওয়া এই গানের ধারাবাহিকতায় এবার এই প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা নতুন সঙ্গীতায়োজনে গাইলেন ‘ও আমার বাংলা মা তোর’ গানটি।

কথা ও সুর ঠিক রেখে নতুন করে গানটির সঙ্গীতায়োজন করেছেন সৈয়দ নাফিস। বাঁশি বাজিয়েছেন সায়ন। এরই মধ্যে গানটি ইগলু আইসক্রিমের ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে। গানটি প্রকাশ হওযার পর থেকেই সুরেলা আর মিষ্টি গায়কীর জন্য প্রশংসিত হচ্ছেন নন্দিতা।

নন্দিতা বলেন, ‘কিছুদিন আগে বিটিভির একটি অনুষ্ঠানে আমি শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমীনের দুটি গান ‘ও আমার বাংলা মা তোর’ এবং ‘সব কটা জানালা খুলে দাওনা’ গেয়েছিলাম। সেখানে গাইবার পর ইগলুর সিইও কামরুল ভাই আমাকে ‘ও আমার বাংলা মা তোর’ গানটি নতুন করে গাইতে বলেন। তারপর নতুন করে গাইলাম আমি। আমার অন্যতম প্রিয় শিল্পী সাবিনা ম্যাডাম। তার গান নতুন করে গাইতে গিয়ে কিছুটা ভয়তো ছিলই। কারণ, খারাপ হলে সমালোচনার মুখোমুখি হতে হবে। কিন্তু গানটি প্রকাশের পর সবার কাছ থেকে যে উৎসাহ পেয়েছি, অনুপ্রেরণা পেয়েছি; তাতে মুগ্ধ আমি, আলহামদুলিল্লাহ। এই ধরনের গান করার ক্ষেত্রে আমাদের নিজেদেরও এক ধরনের পরীক্ষা হয়ে গেল।’

এদিকে মাকে নিয়ে একটি গানে কণ্ঠ দিয়েছেন নন্দিতা। বাসুদেব ঘোষের কথা, সুর ও সঙ্গীতে ‘আমার একটি নরম সরম মা’ গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গানটি মা দিবসে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন বাসুদেব ঘোষ। এদিকে গেল শনিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় জাদুঘরে কণা চৌধুরীর সমন্বয়ে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন। আগামী ১২ এপ্রিল চট্টগ্রামে, ১৩ এপ্রিল রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখে সকালে বারিধারা ক্লাব, দুপুরে লেডিস ক্লাব এবং সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সঙ্গীত পরিবেশন করবেন নন্দিতা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads