• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মে দিবসের গানে এন্ড্রু কিশোর

প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

মে দিবসের গানে এন্ড্রু কিশোর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ এপ্রিল ২০১৯

মে দিবসকে উপলক্ষ করে বরেণ্য সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদের সুর সঙ্গীতে আবারো নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন প্লে-ব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। গানের কথা হচ্ছে ‘শরীরটা ইঞ্জিন ক্ষয়ে যায় দিন দিন, রিকশা চালাই আমি রিকশা চালাই’। এরই মধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানান ফরিদ আহমেদ।

সঙ্গীত পরিচালক ফরিদ আহমেদ বলেন, ‘যথারীতি গানটির কথা অসাধারণ- এটা বলতেই হবে। কারণ এই গানে একজন রিকশাচালকের সত্যিকারের সংগ্রামী জীবন রফিক ভাই যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। আর আমার সুর সঙ্গীতে এন্ড্রু দা এবারই প্রথম রক স্টাইলে কোনো গান গেয়েছেন। তার গায়কীর কারণেই গানটি অনন্য অসাধারণ হয়ে উঠেছে। গানটি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।’

এন্ড্রু কিশোর বলেন, ‘ফরিদ সব সময়ই খুব যত্ন নিয়ে গান করে। এই গানের ক্ষেত্রে যেন তার যত্ন আরো একটু বেশি ছিল। কারণ এটি বিশেষ দিবসকে ঘিরে একটি গান। গানের কথা এবং সুর সঙ্গীত গানটিকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আমি চেষ্টা করেছি গীতিকার এবং সঙ্গীত পরিচালকের ভাবনা, ভালো লাগাকে আমার কণ্ঠের মধ্য দিয়ে রূপ দিতে।

সব মিলিয়ে গানটি মনে হয় ভালো হয়েছে। ভালো লাগবে শ্রোতাদের।’ আগামী মে দিবসে গানটি প্রচারে আসবে। এদিকে এন্ড্রু কিশোর বর্তমানে দেশের বাইরে আছেন। ফরিদ আহমেদের সুর সঙ্গীতে এন্ড্রু কিশোর সবশেষ গেল বছরের সেপ্টেম্বর মাসে আতিকুর রহমানের ‘অধিকার’ সিনেমায় মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ‘বুক ভরা কী সুখ যে আমার চোখে তবু জল, এ তো সারা জীবন ভরা সাধনারই ফল’।

এদিকে এন্ড্রু কিশোর এরই মধ্যে কাজী শুভর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির কথা হচ্ছে ‘অগণিত তারার মাঝে খুঁজি তোমায়, চাঁদ থাকে অবিরাম তোমারই পাহারায়’। গানটি লিখেছেন সালাম খোকন। এন্ড্রু কিশোর এই গানটিরও বেশ প্রশংসা করেন।

প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কথায় এবং আলম খানের সুর সঙ্গীতে ‘ফুলের গন্ধের মতো থেকে যাব তোমার রুমালে’ গানটির কাজও শেষ করেছেন এন্ড্রু কিশোর। গেল একুশে ফেব্রুয়ারিতে মোহাম্মদ রফিকউজ্জামানের কথায় ছয়টি দেশের গান করেন ফরিদ আহমেদ। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দেশের প্রতিথযশা বেশ কয়েকজন কণ্ঠশিল্পী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads