• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

গৌতম বুদ্ধকে নিয়ে গাইলেন মাহবুবুল এ খালিদ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০১৯

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। গৌতম বুদ্ধের জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ- এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত।

বুদ্ধপূর্ণিমা উপলক্ষে গৌতম বুদ্ধকে নিয়ে চমৎকার একটি গান লিখেছেন কালজয়ী কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ। ইমন সাহার সুরে ‘বুদ্ধপূর্ণিমা’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা।

গানটি মাহবুবুল এ খালিদের সঙ্গীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসঙ্গীত ডটকম’ (.িশযধষরফংধহমববঃ.পড়স) এ প্রকাশিত হয়েছে। পাশাপাশি মিউজিক ভিডিও ইউটিউবের ‘খালিদসঙ্গীত’ চ্যানেলে মুক্তি দেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে গীতিকার মাহবুবুল এ খালিদ বলেন, জগৎ অনাচার, পাপাচারে নিমজ্জিত হলে মানুষকে জীবনের সঠিক পথ দেখাতে জগতের কল্যাণে এবং জীবের দুঃখমোচনে গৌতম বুদ্ধের আবির্ভাব ঘটে। মানুষে মানুষে ভেদাভেদ জাত-পাতের চরম বৈষম্য, ধর্মের নামে প্রাণযজ্ঞ আর হিংসার বদলে তিনি মানুষকে শুনিয়েছেন ভালোবাসার বাণী। তাদের দেখিয়েছেন আলোর পথ।  তার সাধনা ও সুখ কামনা ছিল সব জীবের জন্য। তিনি এই শিক্ষা দিয়েছেন যে জীবের সুখ বিনষ্ট হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে হবে। ‘বুদ্ধ পূর্ণিমা’ গানটির মাধ্যমে গৌতম বুদ্ধের জীবন ও শিক্ষার প্রতি আলোকপাত করা হয়েছে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।

উল্লেখ্য, মাহবুবুল এ খালিদের রয়েছে সংস্কৃতির প্রতি আপ্রাণ ভালোবাসা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার জন্য গান রচনা করেন। তার কাছে সঙ্গীত কোনো জাতি বা ধর্মের নয়, সঙ্গীত সবার জন্য। রমজান, ঈদ, কোরবানি, শ্রীকৃষ্ণ, দুর্গাপূজা, বড়দিন ইত্যাদি ধর্মীয় উৎসব ঘিরে লেখা তার অসংখ্য গান রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads